×

খেলা

১ জন কম নিয়েও উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ১১:৩৫ এএম

১ জন কম নিয়েও উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া

ছবি: সংগৃহীত

   

৩৯ মিনিটে গোল দিয়ে এগিয়ে গেলেও প্রথমার্ধের একদম শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন ড্যানিয়েল মুনোজ। দ্বিতীয়ার্ধের পুরোটা তাই একজন কম নিয় খেলল কলম্বিয়া। তবে তাতেও সুযোগ কাজে লাগাতে পারল না উরুগুয়ে। দারুণ জয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখন কলম্বিয়া। ২০০১ সালের পর তারা প্রথমবার জায়গা করে নিল ফাইনালে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উত্তাপ ছড়ানো দ্বিতীয় সেমি-ফাইনালে ১-০ গোলে জিতেছে কলম্বিয়া। প্রথমার্ধে হামেস রদ্রিগেসের চমৎকার কর্নারে দারুণ ক্রসে ব‍্যবধান গড়ে দিয়েছেন হেফারসন লের্মা।

বাংলাদেশ সময় সোমবার সকালে দ্বিতীয় শিরোপার লক্ষ‍্যে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। লাতিন আমেরিকার ফুটবল লড়াইয়ে এটি কলম্বিয়ার তৃতীয় ফাইনাল। ১৯৭৫ সালে পেরুর বিপক্ষে হেরেছিল তারা। ২০১১ সালে ঘরের মাঠে হারিয়েছিল অতিথি দল মেক্সিকোকে।

২০২২ সালে লিওনেল স্কালোনির দলের বিপক্ষে হারার পর থেকে টানা ২৮ ম‍্যাচে অপরাজিত রয়েছে কলম্বিয়া। গত কোপা আমেরিকার সেমি-ফাইনালে মেসি-দি মারিয়াদের বিপক্ষেই সেমি-ফাইনালে হেরে স্বপ্ন ভেঙেছিল তাদের।

প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ার ডিফেন্ডার দানিয়েল মুনিয়োস। এক জন বেশি থাকার সুবিধা দ্বিতীয়ার্ধে কাজে লাগাতে পারেনি উরুগুয়ে।

আরো পড়ুন: ম্যাচ হেরে কলম্বিয়ান সমর্থকদের মারধর করল উরুগুয়ের ফুটবলাররা

নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে তো বটেই প্রথমার্ধেও অনেক সুযোগ হাতছাড়া করে উরুগুয়ে। প্রথম ১৭ মিনিটে খুব ভালো জায়গা থেকে দুটি শটের কোনোটিই লক্ষ‍্যে রাখতে পারেননি দারউইন নুনেস।

কলম্বিয়া ৩৯তম মিনিটে এগিয়ে যায় । রদ্রিগেসের কর্নারে সবচেয়ে উঁচুতে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন লের্মা। চলতি আসরে এটি কলম্বিয়া অধিনায়কের ষষ্ঠ অ‍্যাসিস্ট।

৬৭তম মিনিটে মাঠে আসেন অভিজ্ঞ লুইস সুয়ারেস। কিছুক্ষণের মধ‍্যেই গোল প্রায় পেয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু উরুগুয়েকে হতাশ করে বল ফেরে পোস্ট লেগে।

শেষ দিকে ব‍্যবধান বাড়ানোর দুটি দারুণ সুযোগ হাতছাড়া করেন কলম্বিয়ার মাতেউস উরিবে।

ম‍্যাচ শেষে মাঝমাঠে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। অন‍্যদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে প্রায় ২৩ বছর পর ফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে কলম্বিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App