নির্বাচন নিয়ে বাফুফের সভা শনিবার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৯:৩৩ এএম

বাফুফের সভা
গত ২৯ জুন বার্ষিক সাধারণ সভায় বসেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সভায় ফুটবলারদের জন্য বোনাস-বকেয়া বেতন ইস্যু এড়িয়ে নারী লিগের ৪ কাউন্সিলের জন্য প্রায় ৫০ লাখ টাকা খরচ করেছিল বাফুফে। এবার কয়েকজন কর্মকর্তার ওই চারটি ভোট নিশ্চিত হওয়ায় সপ্তাহ দুয়েকের মধ্যেই নির্বাচন নিয়ে নির্বাহী সভার দিনক্ষণ ঠিক হয়েছে।
আগামী শনিবার (১৩ জুলাই) বিকেলে বাফুফে নিয়মিত নির্বাহী সভা অনুষ্ঠিত হবে। সভার মূল আলোচ্য বিষয় নির্বাচনের দিন, ভেন্যু নির্ধারণ। সেপ্টেম্বরের মাঝামাঝি অথবা শেষ সপ্তাহে নির্বাচনে আগ্রহী বাফুফের বেশ কয়েকজন। অনেকেই আবার মেয়াদ শেষের আগে নির্বাচনে আগ্রহী না। তবে শনিবারই সব কিছু নির্ধারণ করা হবে।
এদিকে নির্বাচন সংক্রান্ত আরও আনুষ্ঠানিকতা আছে বাফুফের নির্বাহী কমিটির। জেলা, ক্লাব, সংস্থা থেকে কাউন্সিলর নাম চেয়ে চিঠি এবং নির্বাহী সভায় সেসব অনুমোদনের বিষয়ও আছে। এ প্রক্রিয়া শেষ করতেও কয়েক সপ্তাহ সময় লাগবে।
বাফুফের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ৪ বছর। ২০০৮-১৬ পর্যন্ত বাফুফের নির্বাচন এপ্রিল মাসের শেষ দিকে অনুষ্ঠিত হয়। তবে ২০২০-এ করোনা মহামারির কারণে তৎকালীন কমিটির মেয়াদ ৬ মাস বেড়েছিল। ফলে সে বছরের অক্টোবরে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ওই নির্বাচনে চতুর্থ সহ-সভাপতি পদে মহিউদ্দিন আহমেদ মহী ও তাবিথ আউয়াল সমান ভোট পেয়েছিলেন। পরে ৩১ অক্টোবর তাদের পদে পুনঃনির্বাচন হয়েছিল।
২১ সদস্য নিয়ে হয় বাফুফের নির্বাহী কমিটি। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, ৪ সহ-সভাপতি ও ১৫ জন নির্বাহী সদস্য। কাউন্সিলরদের ভোটে ৪ বছরের জন্য এই ২১ জন নির্বাচিত হন।