×

খেলা

রাজসিক জয়ে সিরিজে সমতা ফেরালো বিশ্বচ্যাম্পিয়নরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০২:৪৩ পিএম

রাজসিক জয়ে সিরিজে সমতা ফেরালো বিশ্বচ্যাম্পিয়নরা

ছবি- সংগৃহীত

   

অভিষেক শর্মার ঝোড়ো সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ১০০ রানে হারিয়েছে ভারত। এ নিয়ে পঞ্চম ও জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার ১'শ বা তার বেশি রানে ম্যাচ জিতলো ম্যান ইন ব্লুরা। এর আগে, সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হেরেছিল সফরকারীরা।

হারারেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে অভিষেকের মারকাটারি সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সপ্তম ও জিম্বাবুয়ের বিপক্ষে দলীয় সর্বোচ্চ ২৩৪ রানের পুঁজি পেয়েছিল ভারত। জবাবে ৮ বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে রোডেশিয়ানরা।

বিশাল টার্গেটের জবাবে ভারতীয় বোলারদের সামনে বড় জুটি ও ইনিংস খেলতে ব্যর্থ হয় জিম্বাবুয়ের ব্যাটাররা। ফলে ১৮ দশমিক ৪ ওভারে ১৩৪ রানে অলআউট হয় তারা। দলের হয়ে ওপেনার ওয়েসলি মাধভেরে ৪৩ ও লুক জঙ্গি ৩৩ রান করেন। 

ভারতের দুই পেসার মুকেশ কুমার ও আবেশ খান তিনটি করে এবং স্পিনার রবি বিষ্ণুই দুটি উইকেট নেন। 

সিরিজে ১-১ সমতা নিয়ে আগামী ১০ জুলাই একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে নামবে দল দুটি।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০ রানেই প্রথম উইকেট হারায় টিম ইন্ডিয়া। ব্যক্তিগত ২ রানে প্যাভিলিয়নের পথ ধরেন শুভমান গিল। 

এরপর তিনে নামা ঋতুরাজকে সঙ্গে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন ওপেনার অভিষেক। তবে সেঞ্চুরির পরই প্যাভিলিয়নে ফেরেন অভিষেক। ৭ চার ও ৮ ছক্কায় ৪৭ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এ ওপেনার।

অভিষেক ফিরলে অন্যপ্রান্তে ৪৭ বলে ৭৭ রানের হার না মানা ইনিংস সাজান ঋতুরাজ। ১১ চারের বিপরীতে ১ ছক্কা হাঁকান টপ-অর্ডার এ ব্যাটার।

শেষ দিকে ৫ ছক্কা ও ২ চারে ২২ বলে ৪৮ রানের মারকুটে এক ইনিংস খেলেন রিংকু সিং। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৪ রানে থামে ভারতের ইনিংস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App