×

খেলা

সেমির আগে সুখবর পেল আর্জেন্টিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০২:১৩ পিএম

সেমির আগে সুখবর পেল আর্জেন্টিনা

ছবি- সংগৃহীত

   

কাতার বিশ্বকাপের পরই বুটজোড়া তুলে রাখার কথা জানিয়েছিলেন আনহেল ডি মারিয়া। কিন্তু ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা উৎসবের পর বদলে যায় সব সমীকরণ। আরও কিছুদিন বড় মঞ্চে খেলার আগ্রহ প্রকাশ করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। এরপর থেকেই খেলছেন এবং মেসির পরিবর্তে বেশ কিছু ম্যাচে লে আলবিসেলেস্তেদের অধিনায়কও ছিলেন।

আলবিসেলেস্তেদের জার্সিতে বামপ্রান্তে ঝড় তোলা ডি মারিয়া চলতি কোপা আমেরিকার পরই জাতীয় দলকে বিদায় বলবেন। তবে আর্জেন্টিনার ট্রফিখরা লাঘব করার মঞ্চ থেকেই নিজের শেষটা রাঙাতে চান এই উইঙ্গার। সবকিছু ঠিকঠাক থাকলে কোপা শেষেই ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

এদিকে চলমান কোপা আমেরিকায় কার্যত দুটি ম্যাচ খেলতে পারবে মেসির দল। সেমিফাইনাল, ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী। সেই হিসেবে, আকাশি-নীল জার্সিতে দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ডি মারিয়া। তবে বিদায়ের দিনক্ষণ এগিয়ে আসতেই বেশ আবেগপ্রবণ হয়ে উঠছেন তিনি। 

ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডার বিপক্ষে মাঠে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন বিশ্বকাপজয়ী এই তারকা। সেখানে তার দাবি, প্রতিটা মিনিট উপভোগ করছেন তিনি।

এর আগে, পূর্ণ ফিট না থাকায় কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে পুরো ম্যাচে বেঞ্চে বসেছিলেন। তবে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি, সেমিফাইনালে এই তারকা ফিরছেন। শেষ চারে ৪-৩-৩ ছকে খেলাতে পারেন লিওনেল স্কালোনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App