রান পেলেও খরুচে বোলিং সাকিবের, হারল দল

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:৩৬ পিএম

সাকিব আল হাসান
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন সাকিব আল হাসান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচে বড় রান ছাড়া পুরো আসরে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। এমন পারফরম্যান্সের পর বেশ সমালোচনায় পড়েন সাকিব। বিশ্বমঞ্চে সেমিফাইনালের স্বপ্ন ধূলিসাতের পেছনের সাকিবের দায়ই দেখেছেন অনেকে।
বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে বর্তমানে আমেরিকার মেজর লিগে খেলছেন সাকিব। সোমবার (৮ জুলাই) লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলেন টাইগার এই অলরাউন্ডার।
সানফ্রানসিসকো ইউনিকর্নের বিপক্ষে দীর্ঘদিন পর হাসল সাকিবের ব্যাট। তবে ব্যাটে রানের ফুলঝুরি ছুটানোর দিনে বল হাতে বেশ খরুচে ছিলেন তিনি। ফলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
ইউনিকর্নের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ২ উইকেট হারায় সাকিবের দল। এরপর ব্যাটিংয়ে নেমে দলীয় বিপর্যয় সামাল দেন সাকিব। ২৬ বলে ৩৫ রান করে দলীয় ৮৯ রানে প্যাভিলিয়নে ফেরেন সাবেক টাইগার এই দলপতি।
শেষদিকে ডেভিড মিলারের ১৮ বলে ২৪ ও আন্দ্রে রাসেলের ২৫ বলে ৪০ রানের ক্যামিওতে ১৬৫ রানের পুঁজি পায় নাইটরা।
ফ্রান্সিসকোর হয়ে ব্রডি কোচ ও হারিস রউফ দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে দলীয় ১৫ রানে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ফিন অ্যালেন ও ম্যাথু শর্টের ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে দলটি।।
শর্ট ২৬ বলে ৫৮ ও ৩৭ বলে ৬৩ রান করেন অ্যালেন। ফ্রান্সিসকোর হয়ে ২ ওভার হাত ঘুরিয়ে ২৭ রান দেন সাকিব।