×

খেলা

গোল মিসের হতাশা নিয়ে বিরতিতে ব্রাজিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৮:১১ এএম

গোল মিসের হতাশা নিয়ে বিরতিতে ব্রাজিল

ছবি- সংগৃহীত

   

কোপা আমেরিকার নকআউট পর্বে কখনোই উরুগুয়ের বিপক্ষে হারেনি ব্রাজিল। তবে নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে নিজেদের চিরচেনা ছন্দে নেই সেলেসাওরা। বাঁচা-মরার ম্যাচে এগিয়ে যেতে প্রথমার্ধেই বেশকটি সুযোগ পেয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। উত্তাপ আর উত্তেজনা ছড়ানো ম্যাচে শেষ পর্যন্ত গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে গেছে দল দুটি।

রবিবার (৭ জুলাই) লাস ভেগাসের অ্যালিজেন্ট স্টেডিয়ামে সেমিতে ওঠার লড়াইয়ে ভিনিসিয়াসের জায়গায় তরুণ এদ্রিকেকে নিয়ে শুরুর একাদশ সাজায় ব্রাজিল। তবে শুরু থেকেই বেশ অগোছালো ফুটবল শৈলী প্রদর্শন করে সেলেসাওরা।

ম্যাচের ১২তম মিনিটে ফাউলের সুবাদে ফ্রি-কিক পায় সেলেসাওরা। তবে গোলবারের বেশ ওপর দিয়ে মেরে বসেন রাফিনিয়া।

এরপর ম্যাচের ১৭তম মিনিটে কর্ণার থেকে নুনিজের হেড ঠেকিয়ে দলকে এ যাত্রায় বাঁচিয়ে দেন দানিলো।

৫ মিনিট ব্যবধানে ফের ফ্রি-কিক পেয়েছিল ব্রাজিল। তবে এবারও সুযোগ কাজে লাগাতে পারেননি সেলেসাওরা।

ম্যাচের ২৭তম মিনিটে একক প্রচেষ্টায় ডি-বক্সে ঢুকে পড়েন এন্ড্রিক। তবে উরুগুয়ের রক্ষণভাগের দৃঢ়তায় সেই প্রচেষ্টায় সফল হয়নি এই তরুণ।

৩৪তম মিনিটে দারুণ এক আক্রমণ চালিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে উরুগুয়ের গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি রাফিনিয়া।

ম্যাচের ৩৭তম মিনিটে আবারও ফ্রি-কিক পেয়েছিল ব্রাজিল। এবার রাফিনিয়ার পরিবর্তে রদ্রিগো শট নিয়েও বল জালে জড়াতে পারেননি।

এরপর ইনজুরির টাইমেও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে নিখুঁত ফিনিশিংয়ের অভাবে বারবারই ভুগতে হয়েছে সেলেসাওদের। শেষ পর্যন্ত গোলশূন্য সমতা নিয়েই প্রথমার্ধ শেষ করে দল দুটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App