×

খেলা

বাবার কবরের পাশে শায়িত হলেন গ্র্যান্ডমাস্টার জিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৯:৫৩ পিএম

বাবার কবরের পাশে শায়িত হলেন গ্র্যান্ডমাস্টার জিয়া

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান

   

বাবা পয়গাম উদ্দিন আহমেদকে অনুসরণ করেই দাবায় এসেছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এবার নিজের বাবার কবরের পাশেই শায়িত হলেন দেশের ক্রীড়াঙ্গনের এই উজ্জ্বল নক্ষত্র।

শনিবার (৬ জুলাই) সকাল ১১টায় দাবা ফেডারেশন প্রাঙ্গণে জিয়ার প্রথম জানাজা সম্পন্ন হয়। এরপর মোহাম্মদপুরের তাজমহল রোডে নেওয়া হয় তার মরদেহ। বাদ যোহর সেখানে জানাজা শেষে তাজমহল রোডের কাছে বাবার কবরের পাশে তাকে শায়িত করা হয়।

এর আগে, শুক্রবার (৫ জুলাই) জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে বেশ ভালো অবস্থানেই ছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। দুপুর ৩টা থেকে শুরু হওয়া এই ম্যাচ খেলতে খেলতেই বিকেল ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন জিয়া। ফেডারেশনের রুমে দুই দাবাড়ু শাকিল ও নাইম দৌড়ে এসে জানালেন, ‘জিয়া (ভাই) মাথা ঘুরে পড়ে গেছে।’ সেখান থেকে আর ফেরা হয়নি তার।

১৯৭৪ সালে জন্ম নেওয়া জিয়া ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল এবং ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ২৫ শো ৭০ ফিদে রেটিংও তারই দখলে। 

১৯৮৮ সালে প্রথমবারের মতো জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়া। এই প্রতিযোগিতার রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি। অন্যদিকে বাকি ৪ চার গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে ১৬ বার জিতেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানে পড়াশোনা করেও উন্নয়ন সেক্টরে চাকরি নেননি। দাবা খেলে এবং কোচিং করিয়েই পরিবার চালিয়েছেন। তার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য বিসিএস ক্যাডারে যোগদান করেননি স্বামীর দাবাপ্রেমের জন্যই। একমাত্র ছেলে তাহসিন তাজওয়ারও ফিদে মাস্টার। বাবা-ছেলে অলিম্পিয়াডও খেলেছেন। আর জিয়াই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App