নাফিস ইকবালের স্ট্রোক, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৫:১৩ পিএম

তামিম ইকবাল ও নাফিস ইকবাল
গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ব্যাটার ও লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল । এ ঘটনায় এয়ার অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
জানা গেছে, তার মাইনর স্ট্রোক হয়েছে। তবে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন নাফিস। শুক্রবার (৫ জুলাই) অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে এবার ঢাকায় আনা হলো তাকে। ঢাকায় বাংলাদেশ স্পেশেলাইজড হাসপাতালে ভর্তি করা হবে তাকে।
নাফিসের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। তার ভাষ্য, ‘নাফিসের মাইনর স্ট্রোক হয়েছে। তাকে চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছে। ঢাকায় তাকে বাংলাদেশ স্পেশেলাইজড হাসপাতালের ভর্তি করা হবে।’
এদিকে নাফিসের অসুস্থতার বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু লিখেছেন, ‘তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ্ তা'আলা তাকে দ্রুত সুস্থতা দান করুক, আমিন।’
৩৯ বছর বয়সী নাফিস লাল-সবুজের হয়ে ১১ টেস্ট ও ১৬ ওয়ানডে খেলেছেন। এ ছাড়া প্রথম শ্রেণির ১২০টি ও লিস্ট ‘এ’র ১১২টি ম্যাচ খেলেছেন। ২০০৪ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়েছিল।
তিনি সাবেক অধিনায়ক আকরাম খানের ভাইয়ের ছেলে এবং আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই । ২০২২ সাল থেকে তিনি সাকিব-শান্তদের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।