মোদির সঙ্গে বিশ্বকাপজয়ী রোহিত-কোহলিদের সাক্ষাৎ, ভিডিও ভাইরাল

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৬:৪৫ পিএম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাজয়ী দলের সদস্যরা। বৃহস্পতিবার (৪ জুলাই) প্রায় ঘণ্টাখানেক তার বাসভবনে ছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। সেখানে পুরো ভারতীয় দলের সঙ্গে কথা বলতে দেখা যায় মোদিকে। ইতোমধ্যে সেই আলাপচারিতার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীকে বিশেষ চ্যাম্পিয়ন জার্সিও উপহার দিয়েছেন রোহিতরা।
এর আগে ঘূর্ণিঝড় বেরিলের তাণ্ডব সামলে স্থানীয় সময় সকাল ৬টা ৫ মিনিটে দেশে পা রাখেন বিশ্বচ্যাম্পিয়নরা। ভোর হলেও বিশ্বকাপজয়ীদের একনজর দেখতে সেখানে জড়ো হয়েছিলেন ভক্ত-সমর্থকরা। বিমানবন্দরে জানালা থেকে ভক্তদের সঙ্গে বিশেষ মুহূর্ত উপভোগ করেন রোহিত শর্মা। এসময় ট্রফি উঁচিয়ে সমর্থকদের দেখান বিশ্বকাপজয়ী অধিনায়ক।
এরপর দিল্লিতে পাঁচতারকা এক হোটেলে বিশ্রাম নেন রোহিত-কোহলিরা। বিশ্রাম শেষে সেখান থেকে বেরিয়ে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বেশ কিছুক্ষণ প্রধানমন্ত্রীর বাসভবনে সময় কাটান বিশ্বচ্যাম্পিয়নরা। ট্রফি হাতে তার সঙ্গে ছবিও তোলেন তারা ।
প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে দিল্লি বিমানবন্দরে পৌঁছান রোহিতরা। যেখান থেকে মুম্বাইয়ে উড়ে যাবে পুরো দল। সেখানেই শিরোপা জয়ের উৎসব করা হবে। থাকবে বিশেষ প্যারেড। ছাদ খোলা বাসে করে ঘুরবেন রোহিত-কোহলিরা। সন্ধ্যায় থাকবে আরেকটি বিশেষ অনুষ্ঠান।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল এক্সে সাক্ষাতের দুটি ছবি শেয়ার করে মোদি লিখেছেন, ‘চ্যাম্পিয়নদের সঙ্গে চমৎকার একটি সাক্ষাৎ। পুরো বিশ্বকাপে তাদের যে অভিজ্ঞতা ছিল, সেই গল্পগুলো শুনেছি।’
কোহলিও নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তার ভাষ্য, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সঙ্গে দেখা হওয়াটা দারুণ সম্মানের। আমাদের নিমন্ত্রণ জানানোর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ।’