ব্রাজিলকে পেনাল্টি দেননি রেফারি, কনমেবলের ভুল স্বীকার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০২:১২ পিএম

ছবি : সংগৃহীত
চলতি কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের সবশেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করেছে ব্রাজিল। তবে এই ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলের একটি পেনাল্টি না পাওয়া নিয়ে সমালোচনা হচ্ছে। এ ঘটনায় ভুল স্বীকার করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলও। সংস্থাটির দাবি, রেফারির ব্রাজিলকে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল।
ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভি’স স্টেডিয়ামে ম্যাচের ৪২তম মিনিটে ভিনিসিয়াসকে নিজেদের বক্সে ফেলে দেন কলম্বিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজ। তখনই পেনাল্টির দাবি তুলেছিলেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। কিন্তু ভেনেজুয়েলার রেফারি হেসুস ভালেনজুয়েলা পেনাল্টি দেননি। দায়িত্বে থাকা আর্জেন্টিনার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি মাউরো ভিগিলিয়ানোও সেটি ধরতে পারেননি।
রেফারির এমন বাজে সিদ্ধান্ত সেলেসাওদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে। এর ফলে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এতে গ্রুপ রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অপেক্ষাকৃত শক্তিশালী দল উরুগুয়ের বিপক্ষে সেলেসাওদের খেলতে হবে।
কিন্তু এই ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হতো ব্রাজিল। আর কোয়ার্টার ফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পানামাকে পেত তারা। তাই রেফারির এমন সিদ্ধান্তে শেষ চারে ব্রাজিলের ওঠা নিয়ে শঙ্কা আছে।
এদিকে এই সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করে এক ভিডিওবার্তায় কনমেবল জানিয়েছে, ‘বক্সে বল দখল করতে গিয়ে লড়াইয়ে ডিফেন্ডারের পা বল ছোঁয়নি। সংঘর্ষ হয়েছে, আর যে সিদ্ধান্তটা দেওয়া হয়েছে, তা মোটেও যৌক্তিক ছিল না। রেফারি এটা দেখতে ব্যর্থ হয়েছেন, ভিএআরও ব্যর্থ হয়েছে।’
এর আগে, এই ড্রয়ের পর ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছিলেন, ‘সে মুহূর্তে ২-০ হয়ে যেতে পারত স্কোরলাইনটা। এরপর আমরা গোল খেয়ে বসলাম। আমার মনে হয় ওটাই পার্থক্য গড়ে দিয়েছে। স্টেডিয়ামে সম্ভবত রেফারি আর ভিএআরের কাছেই মনে হয়নি, এটা যে পেনাল্টি ছিল। এতে ব্রাজিলের বেশ ক্ষতিই হয়েছে।’