আসুন নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২০, ০৬:১১ পিএম

মাশরাফি
সারাদেশে বেড়ে চলেছে ধর্ষণ ও নারী নির্যাতন। নোয়াখালীর ঘটনার পর যেন প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। সামাজিক মাধ্যমেও প্রতিবাদ জানাচ্ছেন সব পেশার মানুষ।
প্রতিবাদের আন্দোলনে শামিল হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদরা আগেই নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এবার তাদের সঙ্গে যোগ দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মুর্ত্তজা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাশরাফির প্রতিবাদের সেই মন্তব্য তুলে ধরা হলো:
আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?
তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই।
আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।