টস জিতে ব্যাটিংয়ে ভারত, একাদশে রয়েছেন যারা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৮:০৯ পিএম

ছবি: ইএসপিএনক্রিকইনফো
টি-টোয়েন্টি
বিশ্বকাপের ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত
শর্মা। ফলে প্রথমে বোলিং করবে এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকা।
পুরো আসরেই একাদশে খুব একটা পরিবর্তন করেনি ভারত। সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছিল রোহিত শর্মার দল। ফাইনালেও সেই উইনিং কম্বিনেশন ধরে রেখেছে তারা। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। একই পথে হেঁটেছে দক্ষিণ আফ্রিকা। একাদশে পরিবর্তন আনেনি তারাও।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষব পান্ত (উইকেটরক্ষক), শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকা একাদশ : এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিক ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নর্কিয়ে, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, তাবরাইজ শামসি।