বিশ্বকাপ ফাইনালের আগে চরম বিপদে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ জুন ২০২৪, ০৬:৫৫ পিএম

ছবি: সংগৃহীত
আবারো বিশ্ব ক্রিকেটের বড় মঞ্চের ফাইনালে চোকার্স হিসেবে সুপরিচিত দক্ষিণ আফ্রিকা। এর আগে ওয়ানডে বিশ্বকাপে পাঁচবার ও টি-টোয়েন্টিতে দুইবার সেমিতে উঠেও শিরোপা ছুতে পারেনি প্রোটিয়ারা। এ কারণেই নামের পাশে জুড়ে যায় ‘চোকার্স’ খেতাবটি। এখন পর্যন্ত ওই তকমা শরীর থেকে ঝাড়তে পারেনি দলটি। অবশেষে আবারো সেমির মঞ্চ টপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ ক্রিকেটীয় পরাশক্তি ভারত।
সে যাই হোক এবার দক্ষিণ আফ্রিকা অন্য ধরণের বিপদের মুখোমুখি হয়েছে। শনিবার (২৯ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। তার আগে বড় ধরনের বিপদে পড়তে হলো প্রোটিয়া ক্রিকেটারদের। পরিবারসহ বিমানবন্দরে ছয় ঘণ্টা আটকে ছিলেন কুইন্টন ডি কক, এইডেন মার্করামরা। তাদের সঙ্গে আটকে ছিলেন ম্যাচ রেফারিসহ আম্পায়ারেরাও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে বার্বাডোজে। সেখানে যেতে গিয়েই বিমানবন্দরে ঝামেলায় পড়েন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ফলে নির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পরে বার্বাডোজে পৌঁছান তারা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে বিষয়টি নিয়ে জানা যায়, প্রোটিয়া ক্রিকেটারদের বহন করা বিমানটি বার্বাডোজ বিমানবন্দরে অবতরণের সময় মূলত সমস্যাটি তৈরি হয়। ওই সময় পাইলট বার্বাডোজে একটি বিমানে সমস্যা হয়েছে বলে জানতে পারেন। সেই কারণে ত্রিনিদাদেই আটকে থাকে বিমান। বার্বাডোজে যে বিমানটির সমস্যা হয়েছিল, সেখানে কারো কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
মূলত এ কারণেই দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ত্রিনিদাদ বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে বার্বাডোজের ব্রিজটাউনের কিনসিংটন ওভালে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে।