×

খেলা

সম্পর্ক নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন চাহালের স্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৮:৫৫ এএম

সম্পর্ক নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন চাহালের স্ত্রী

ছবি: সংগৃহীত

   

ধনশ্রী বার্মা জনপ্রিয় ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের অর্ধাঙ্গিনী। তিনি পেশায় একজন চিকিৎসক। কিন্তু স্বপ্ন নৃত্যশিল্পী হওয়ার। ইতোমধ্যে স্বপ্নপূরণ করে নৃত্যশিল্পী হিসাবে নিজের পরিচিতি গড়ে তুলেছেনও তিনি। অনুগামীর সংখ্যাও প্রচুর। তবে সম্পর্ক নিয়ে কম কথা শুনতে হয়নি তাকে। সে কারণে সামাজিকমাধ্যম থেকেও কিছুদিনের বিরতি নিতে হয়েছিলো ধনশ্রী বার্মাকে।

১৯৯৬ সালের ২৭ সেপ্টেম্বরে দুবাইয়ে জন্ম ধনশ্রীর। বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে সেখানেই থাকতেন তিনি। শৈশবেই দুবাই থেকে মুম্বাই চলে আসেন ধনশ্রী।

মুম্বাই থেকে স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করেন। ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার ইচ্ছা ছিলো ধনশ্রীর। স্কুলের গণ্ডি পার করার পর দন্তচিকিৎসা নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসক হিসাবে কাজ শুরু করেন ধনশ্রী। তার পর তিনি আরো একটি স্বপ্নপূরণের সিদ্ধান্ত নেন। মু্ম্বাইয়ের এক প্রখ্যাত কোরিয়োগ্রাফারের কাছে নাচ শিখতে শুরু করেন। নাচ শেখার পাশাপাশি সামাজিকমাধ্যমের পাতায় নিজের নাচের ভিডিয়োও আপলোড করেন তিনি। ধীরে ধীরে সামাজিকমাধ্যমে পরিচিতি তৈরি হয় তার।

দন্তচিকিৎসক ধনশ্রী হয়ে ওঠেন নৃত্যশিল্পী। নানা জায়গায় অনুষ্ঠান করতে শুরু করার পাশাপাশি নিজের একটি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রও খুলেছেন তিনি। সেই সূত্রেই তার আলাপ হয় ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের সঙ্গে।

ক্রিকেট এবং নাচের মধ্যে দূরত্ব কয়েক যোজনের। তবে কোভিড মহামারির সময় সেই দূরত্ব ঘোচাতে চেয়েছিলেন চাহাল। ধনশ্রীর সঙ্গে চাহালের আলাপ হয় তাদের এক বন্ধুর মাধ্যমে।

আরো পড়ুন: বিয়েতে কেমন সাজলেন সোনাক্ষী-জাহির

কোভিড চলাকালীন নাচ শিখতে চেয়েছিলেন চাহাল। ধনশ্রীর কাছেই নাচের প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি। ধনশ্রীর বিভিন্ন অনলাইন ওয়ার্কশপেও যোগ দিতেন চাহাল। 

সামাজিমাধ্যমে একে অপরের পোস্টের তলায় মন্তব্য করলেও তাদের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলতেন দু’জনেই। চাহালের জন্মদিনে ধনশ্রী সামাজিমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানান। ধীরে ধীরে সামাজিমাধ্যমেই ধনশ্রী এবং চাহাল তাদের ছবি পোস্ট করতে শুরু করেন। একসঙ্গে বাইরেও দেখা যেত তাদের। চাহালের ম্যাচ থাকলে গ্যালারিতে দেখা যেত ধনশ্রীকে।

২০২০ সালের ৮ আগস্ট চাহালের সঙ্গে আংটিবদলের কয়েক মাস পর ২২ ডিসেম্বর তাদের বিয়ে হয়।

বলিপাড়ার একাধিক তারকার সঙ্গে নাচের ভিডিয়ো করে সামাজিমাধ্যমে পোস্ট করেন ধনশ্রী। অপারশক্তি খুরানার সঙ্গে মিউজিক ভিডিয়োয় অভিনয়ও করতে দেখা গিয়েছে তাকে।

২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ‘থিম সং’-এর ভিডিয়োয় দেখা যায় ধনশ্রীকে। সেই ভিডিয়োয় ছিলেন বলি অভিনেতা রণবীর সিংহও।

সম্প্রতি ছোট পর্দায় নাচের একটি নামকরা রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন ধনশ্রী। অন্তিম পর্বে প্রথম পাঁচ প্রতিযোগীর তালিকায় নামও লিখিয়ে ফেলেন তিনি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর একটি পার্টিতে কোরিয়োগ্রাফার প্রতীক উটেকরের সঙ্গে একটি ছবি তোলেন ধনশ্রী। সেই ছবি সামাজিমাধ্যমে পোস্ট করার পর থেকেই তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

নেটব্যবহারকারীদের অধিকাংশের দাবি, অন্য পুরুষের সঙ্গে এত ঘনিষ্ঠ ভাবে ছবি তুলে ভালো কাজ করেননি বিবাহিতা ধনশ্রী। এর ফলে চাহালের সঙ্গে সম্পর্কে চিড় ধরছে বলে মন্তব্য করেন অনেকে। এমনকি ধনশ্রীর চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয়। অনবরত কটাক্ষের শিকার হয়ে সামাজিমাধ্যমে থেকে নিজেকে সরিয়ে নেন চাহালের স্ত্রী।

আরো পড়ুন: শেষ মুহূর্তের গোলে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি

যদিও পরে সামাজিমাধ্যমে আবার সক্রিয় হতে দেখা যায় ধনশ্রীকে। সাময়িক বিরতি নেয়া প্রসঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করে ধনশ্রী বলেছিলেন, ‘‘আমিও একজন মহিলা। আপনাদের মা, বোন, স্ত্রী, কন্যার মতোই। সামাজিমাধ্যমের দ্বারাই আমি আপনাদের বিনোদন দিই। বাক্‌স্বাধীনতা থাকলেও আমরা যাকে, যা খুশি বলতে পারি না। কোথাও লাগাম দেয়া প্রয়োজন। সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। সামাজিমাধ্যম ঘৃণা ছড়ানোর ক্ষেত্র নয়। আমায় যে ভাবে আক্রমণ করা হয়েছিলো, তার প্রভাব আমার কাছের মানুষের জীবনে পড়েছিলো। তাই আমি এই নেতিবাচক পরিবেশ থেকে কিছু দিনের বিরতি নিয়েছিলাম।’’

এই প্রথমবার নয়, এর আগেও কটাক্ষের শিকার হয়েছিলেন ধনশ্রী। সামাজিমাধ্যমে নিজের নাম এবং পদবির পাশে চাহালের পদবিও যোগ করেছিলেন তিনি। কিন্তু সেই পদবি আবার সরিয়ে ফেলেছিলেন।

নেটব্যবহারকারীদের অধিকাংশের দাবি, চাহালের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হতে পারে। সে কারণেই পদবি সরিয়ে ফেলেছেন ধনশ্রী। চাহালের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের খবর আরো ছড়িয়ে পড়লে সামাজিমাধ্যমে সরব হন ধনশ্রী। এগুলো যে সবই রটনা, তা-ও জানিয়েছিলেন তিনি।

সামাজিমাধ্যম বেশ জনপ্রিয় ধনশ্রী। ইতোমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তার অনুসারীর সংখ্যা ৬৩ লাখের গণ্ডি পেরিয়েছে। নিজস্ব একটি ইউটিউব চ্যানেলও রয়েছে তার।

অন্য দিকে, ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে এক নজির গড়েছেন চাহাল। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আগেই হয়েছেন তিনি। চলতি বছরে আইপিএল চলাকালীন দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস ম্যাচে ভারতের প্রথম বোলার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন চাহাল। বিশ্বের একাদশতম বোলার হিসাবে এই নজির গড়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App