শেষ মুহূর্তের গোলে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৮:৩৮ এএম

শেষ মুহূর্তের গোলে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি। ছবি: সংগৃহীত
একের পর এক আক্রমণ করেও সাফল্য পাচ্ছিল না জার্মানি। বিপরীতে, প্রথমার্ধে গোলের জন্য এক শটেই বাজিমাত করে জয়ের পথে ছুটছিল সুইজারল্যান্ড। কিন্তু শেষ সময়ে পাল্টে যায় চিত্রনাট্য। নিকলাস ফুয়েলখুগের দারুণ হেডে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয় গত ৩ বারের শিরোপাজয়ীরা।
ফ্রাঙ্কফুর্টে রবিবার রাতে ‘এ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ড্যান এনডোয়ে সুইজারল্যান্ডকে শুরুতে এগিয়ে নেয়ার পর যোগ করা সময়ে সমতা টানেন ফুয়েলখুগ। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয় জার্মানি। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে সুইজারল্যান্ড।
পরের ধাপের টিকেট হাতের নাগালে থাকায়, রক্ষণাত্মক না হয়ে লড়াইটা উপভোগের ঘোষণা দেন সুইজারল্যান্ড কোচ। সে লক্ষ্যে শুরুটাও হয় তাদের দুর্দান্ত। প্রথম আধা ঘণ্টার মধ্যেই এগিয়ে যায় দল।
ম্যাচের শুরুটা যদিও অন্যরকম ছিল। শতভাগ সাফল্যে গ্রুপ সেরা হওয়ার লক্ষ্যে আক্রমণাত্মক ম্যাচ শুরু করে জার্মানি। ষোড়শ মিনিটে দূর থেকে হোবার্ত আনড্রিসের দারুণ শটে এগিয়ে যাওয়া উদযাপন শুরু করেন তারা। তবে খানিক পরই তাদের উল্লাস থেমে যায়, আনড্রিস জালে বল পাঠানোর আগে বক্সে জামাল মুসিয়ালা ফাউল করায় ভিএআরে মেলেনি গোল।
প্রতিপক্ষের টানা আক্রমণের চাপ সামলে গোলের জন্য প্রথম শটেই গোল আদায় করে নেয় সুইজারল্যান্ড। ২৮তম মিনিটে বাঁ দিক থেকে রেমো ফ্রয়ারের ৬ গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে নিখুঁত ভলিতে জালে বল পাঠান ড্যান এনডোয়ে।
গোলের পর প্রথমার্ধের বাকি সময়েও একের পর এক আক্রমণ করে যায় জার্মানি; কিন্তু গোলের জন্য ৭ শট নিয়েও কেউ কার্যকর হতে পারেননি। কেবল একটি শটেই লক্ষ্য ঠিক রাখতে পারেন তারা।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আরেকটি দারুণ সুযোগ তৈরি করে জার্মানি। ফ্লোরিয়ান ভিরৎজের থ্রু বল ধরে বক্সের মুখ থেকে মুসিয়ালার জোরাল শট সহজেই ঠেকান ইয়ান সমের।
একচেটিয়া চাপ ধরে রেখে ৭০তম মিনিটে আবারো প্রতিপক্ষের বক্সে ভীতি ছড়ায় স্বাগতিকরা। কিন্তু কাছ থেকে কাই হাভার্টজের শট দারুণ নৈপুণ্যের সঙ্গে রুখে দেন ডিফেন্ডার মানুয়েল আকাঞ্জি।
৮৩তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে সতীর্থের থ্রু বল পেয়ে জালে বল পাঠান রুবেন ভার্গাস, তবে সামান্য ব্যবধানে অফসাইডে হন তিনি। ২ মিনিট পর পাল্টা সুযোগ আসে জার্মানির সামনেও। কিন্তু বক্সের মধ্যে থেকে হাভার্টজের প্রচেষ্টায় বল ক্রসবারের ওপরে পড়ে বাইরে যায়। একটু পরই সুইজারল্যান্ডের আরেকটি আক্রমণ, গ্রানিত জাকার বুলেট গতির শট ঝাঁপিয়ে রুখে দেন মানুয়েল নয়ার। বেঁচে থাকে জার্মানির হার এড়ানোর সম্ভাবনা।
সেটাকেই যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাস্তব রূপ দেন ফুয়েলখুগ। বাদিক থেকে ডাভিড রাউসের ক্রসে দারুণ হেডে সমতা টেনে মূল্যবান একটি পয়েন্ট নিশ্চিত করেন বরুশিয়া ডর্টমুন্ডের এই ফরোয়ার্ড।
একই সময়ে শুরু গ্রুপের আরেক ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে হাঙ্গেরি। সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে ৬ গ্রুপের ৪ তৃতীয় সেরা দলের একটি হয়ে নকআউট পর্বে ওঠার।