এক ওভারে কোহলি-সূর্যকুমারকে আউট করলেন তানজিম সাকিব

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৯:২৭ পিএম

ছবি: ইন্টারনেট
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস জিতে আগে বোলিং করছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ ভারতের বিপক্ষে ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাগারদের সামনে।
অ্যান্টিগায় রোহিত শর্মারদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। এরপর ব্যাটিংয়ে নেমে ঝড়ের আভাস দিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে ফুঁসে ওঠার আগেই তাকে ফিরিয়েছেন সাকিব আল হাসান। এরপর থিতু হয়ে যাওয়া বিরাট কোহলিকে ফিরিয়েছেন তানজিম সাকিব।
ভারতের বিপক্ষে আজ দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণ দিয়েই ইনিংস শুরু করেছিলেন টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত। প্রথম ওভারেই শেখ মেহেদীর বলে বাউন্ডারি অধিনায়ক রোহিত শর্মা। এরপর দ্বিতীয় ওভারে সাকিবের বলেও চার মেরেছিলেন তিনি। চতুর্থ ওভারেও সাকিবকে একটি ছয় এবং একটি চার মেরে ঝড় তোলার আভাসই দিচ্ছিলেন ভারতীয় অধিনায়ক।
তবে বিপদজনক হয়ে ওঠার আগেই রোহিতকে সাজঘরের পথ দেখিয়েছেন সাকিব। চতুর্থ ওভারের চতুর্থ বলেই সাকিবের বলে ক্যাচ তুলে দিয়ে জাকের আলির মুঠোবন্দী হয়ে আউট হয়েছেন রোহিত। ভারতীয় অধিনায়ক সাজঘরে ফেরার আগে ৩ চার আর ১ ছয়ে ১১ বলে করেছেন ২৩ রান।
এদিকে রোহিত ফিরলেও অপরপ্রান্তে সাবলীলভাবেই ব্যাট করছিলেন বিরাট কোহলি। রিশভ পন্তকে সঙ্গে নিয়ে রানের চাকা ঘোরাচ্ছিলেন তিনি। তবে থিতু হওয়ার পরও তাকে আজ বড় সংগ্রহের দিকে যেতে দেননি তানজিম সাকিব। তরুণ এই পেসারের বলেই বোল্ড হয়ে আউট হয়েছেন কোহলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১১ ওভারে ৪ উইকেটে ১০৮ রান।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: ভারত একাদশ বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), ঋষভ পন্ত, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব ও যশপ্রীত বুমরা।