টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পাতানোর আলামত সনাক্ত আইসিসির

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৬:৫৯ পিএম

ছবি: সংগৃহীত
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার মধ্য দিয়ে প্রধমবারের মতো আইসিসির কোন আসরে অংশগ্রহণ করেছে আফ্রিকার দেশ উগান্ডা। তবে নবাগত ক্রিকেটিং দেশ উগান্ডার এক ক্রিকেটারকে কেনিয়ার এক প্রাক্তন খেলোয়ার ফোন করে বিশ্বকাপে ম্যাচ পাতানোর প্রস্তাব দেয়া হয়। এই খবর পেয়েছে আইসিসি। এ ব্যাপারে সব সহযোগী সদস্য দেশগুলিকে সতর্ক করেছে সংস্থাটি। বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন এমনটাই বলছে।
পিটিআই জানিয়েছে, গ্রুপ পর্বের ম্যাচ চলাকালীন উগান্ডার এক ক্রিকেটারকে বিভিন্ন নম্বর থেকে যোগাযোগ করার চেষ্টা করেন কেনিয়ার এক প্রাক্তন পেসার। সঙ্গে সঙ্গে বিশ্বকাপের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেন উগান্ডার সেই ক্রিকেটার। এর পরেই নড়েচেড়ে বসে আইসিসি। সব সহযোগী সদস্য দেশগুলোকে সতর্ক করা হয় এই ব্যাপারে।
পিটিআইকে আইসিসির এক কর্মকর্তা জানান, ‘কেন উগান্ডার এক ক্রিকেটারকে লক্ষ্য করা হল তা বোঝা যাচ্ছে। কারণ, এই ছোট দলগুলোর ক্রিকেটারদের আর্থিক অবস্থা ততটা ভালো নয়।তাই ছোট দলের ক্রিকেটারদের দুর্নীতির সঙ্গে যুক্ত করা অন্যান্য দলের তুলনায় সহজ। তাই সব দলকেই সতর্ক করা হয়েছে।
এদিকে ধরনের খবর পেলেই যেনো ক্রিকেটাররা আয়োজকদের জানায়, এমন নির্দেশনা দিয়ে আইসিসি জানিয়েছে, শুধু ম্যাচ গড়াপেটা নয়, ক্রিকেটারদের অন্য ধরনের প্রস্তাবও দেয়া হতে পারে। যেমন, কোনো দলের ভিতরের খবর নেয়া হতে পারে। এমনকি কোনো এক জন ক্রিকেটারকেও টার্গেট করা হতে পারে। তার পরে সেই তথ্য বেআইনি কাজে লাগানো হতে পারে। তাই এ ঘটনা প্রতিরোধে মূলত ছোট দলগুলোকেই সতর্ক করেছে আইসিসি।