ইউরোয় প্রথম ম্যাচের আগেই ডাচ সমর্থককে লক্ষ্য করে গুলি

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০৫:১৬ পিএম

ইউরোয় প্রথম ম্যাচের আগেই ডাচ সমর্থককে লক্ষ্য করে গুলি। ছবি: সংগৃহীত
রবিবার হামবুর্গে ইউরোর প্রথম ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামে নেদারল্যান্ডস। সেই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন অনেক ডাচ সমর্থক। এর মধ্যেই ঘটে অপ্রীতিকর একটি ঘটনা। রিপারবান এলাকায় ফ্যানপার্কে অবস্থান করা ভক্তদের মধ্যে উপস্থিত এক ডাচ সমর্থক হঠাৎ পুলিশকে উত্যক্ত করতে শুরু করেন। কুড়াল এবং বোতল বোমা মলোটোভ ককটেল নিয়ে পুলিশ অফিসারদের উপর তিনি হামলা করার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
পরিস্থিতি বেগতিক দেখে ওই ব্যক্তিকে গুলি করতে বাধ্য হয় পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর জার্মানির হামবুর্গ শহরের পুলিশ ওই ব্যক্তিকে গুলি করে কারণ তিনি কুড়াল দিয়ে পথচারীদের উপর হামলা করার চেষ্টা করেছিলেন। শহরের কেন্দ্রস্থল সেন্ট পাওলি জেলায় এই ঘটনা ঘটেছে।
এখানে ৪০ হাজার ডাচ সমর্থকরা পোল্যান্ডের বিরুদ্ধে নেদারল্যান্ডসের ম্যাচের আগে একটি মিছিল বের করছিলেন। জার্মান সংবাদপত্র বিল্ড জানিয়েছে, ওই অভিযুক্ত ফুটবল সমর্থকদের ভিড়ে মিশে গিয়েছিল এবং কুড়াল দিয়ে ফুটবল অনুরাগী এবং কর্মকর্তাদের উপর হামলা চালানোর চেষ্টা করেছিল। গোটা ঘটনা দেখে ওই এলাকা ঘিরে ফেলে হামবুর্গ পুলিশ। তার পরে অভিযুক্ত ব্যক্তির দিকে তাক করে শুরু হয় গুলি চালানো। পালাতেও চেষ্টা করেন নেদারল্যান্ডসের ওই সমর্থক। তবে পুলিশের গুলি এসে লাগে তার শরীরে। পথেই লুটিয়ে পড়েন ওই ডাচ সমর্থক। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু করেন এক জার্মান চিকিৎসক। জানা যায় বেশ গুরুতর আহত হয়েছেন তিনি । তবে আশেপাশে থাকা অন্য সমর্থকদের কেউ আহত হননি।
পুলিশ এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির চিকিৎসা চলছে। ফুটবল ম্যাচের কারণে ইতোমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামবুর্গে শত শত ফেডারেল পুলিশ এবং স্থানীয় পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাত থেকে জার্মানিতে একমাসব্যাপী ইউরো কাপ শুরু হয়েছে। শুক্রবার পূর্ব জার্মানিতে ইউরো কাপের উদ্বোধনী ম্যাচ উপলক্ষে আয়োজিত ব্যক্তিগত পার্টিতে এক ব্যক্তি হামলা চালায়। ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ। জার্মান বার্তাসংস্থা ডিপিএ পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছিল, হামলাকারী ২৭ বছর বয়সী এক আফগান নাগরিক।
আরো পড়ুন: ২৪ বছরের আক্ষেপ নিয়ে ইউরো মিশনে ফ্রান্স
সূত্র : ফার্স্টপোস্ট