×

খেলা

ক্যারিয়ার সেরা বোলিং রিশাদের, ম্যাচসেরা হয়ে যা বললেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ১২:০৩ পিএম

ক্যারিয়ার সেরা বোলিং রিশাদের, ম্যাচসেরা হয়ে যা বললেন

ক্যারিয়ার সেরা বোলিং রিশাদের, ম্যাচসেরা হয়ে যা বললেন। ছবি: সংগৃহীত

   

বাংলাদেশের একজন লেগ স্পিনার বিশ্বমঞ্চে ব্যাটারদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন। তাঁকে নিয়ে ধারাভাষ্যকক্ষে ওয়াকার ইউনুস, রমিজ রাজার মুখে প্রশংসার ফুলঝুরি। এমন কিছু তো স্বপ্নই ছিল। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন রিশাদ হোসেন।

এটিই রিশাদের প্রথম বিশ্বকাপ। নিজের ভেতরের সে চাপ তো ছিলই। তার ওপর একজন লেগ স্পিনারকে নিয়ে বাংলাদেশ বাজি ধরেছে, প্রত্যাশার সেই চাপও রিশাদের ওপর পড়া স্বাভাবিক ছিল। যদিও নিজেকে প্রমাণ করেই এতদূর এসেছেন রিশাদ।

তারপরেও বড় মঞ্চের উত্তাপ তো সব সময় অন্যরকম। তবে সেটি দুর্দান্তভাবেই উতরে গেছেন রিশাদ। ১৮ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সেরা বোলিং করেছেন এই লেগি। চার ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

১৫তম ওভারে নিজের দ্বিতীয় ওভারে প্রথম উইকেটের দেখা পান রিশাদ। তাকে স্লগ সুইপ করে উড়িয়ে মারতে গিয়েছিলেন চারিথ আশালাঙ্কা। ডিপ স্কয়ার লেগে তিনি ধরা পড়েন সাকিব আল হাসানের হাতে। ২১ বলে ১৯ রান করেন আশালাঙ্কা। পরের বলেই রিশাদ পেয়ে যান শ্রীলঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার উইকেট।

ঠিক পরের বলে রিশাদ পেয়েছেন দ্বিতীয় উইকেট। লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়ে আউটসাইড-এজড হন হাসারাঙ্গা। স্লিপে তার ক্যাচ নেন সৌম্য সরকার।

সেরা বোলিং ফিগারের পথে রিশাদের তৃতীয় শিকার ধনাঞ্জয়া ডি সিলভা। ফ্লাইট আর টার্নে পরাস্ত হন এই মিডল অর্ডার ব্যাটার। উইকেটের পেছনে স্টাম্পিংয়ের কাজ সারেন লিটন দাস। ধনঞ্জয়ার উইকেটের মধ্য দিয়ে সাকিব ও মেহেদী হাসান পর তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক ইনিংসে ৩ উইকেট নেন রিশাদ। স্বপ্নের মতো এক শুরুই বলা যায়।

টাইমলাইন: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App