×

খেলা

কেকেআরের সবচেয়ে কষ্টের মুহূর্ত জানালেন শাহরুখ!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৩:৫০ পিএম

কেকেআরের সবচেয়ে কষ্টের মুহূর্ত জানালেন শাহরুখ!

শাহরুখ খান

   

আইপিএল ফাইনালে রবিবার (২৬ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে কলকাতা নাইট রাইডার্স। ফাইনালের আগে কেকেআরের অন্যতম কর্ণধার হিসাবে কষ্টের স্মৃতি হাতড়ালেন বলিউড বাদশাহ শাহরুখ খান।  ২০১৪ সালের পর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি কেকেআর। ব্যর্থতার সেই সময়ে নানা সমালোচনা শুনতে হয়েছে শাহরুখকে। দল ফাইনাল খেলতে নামার আগে সে সবই মনে পড়ছে বলিউড বাদশার।

আইপিএল ফাইনালের আগে দল নিয়ে কিছুটা আক্ষেপের সুর শোনা গিয়েছে শাহরুখের গলায়। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, বিশ্বের সেরা দল তৈরি করেও পারিনি আমরা। ম্যাচের পর ম্যাচ হারতে হয়েছে আমাদের। আমার এখনো মনে রয়েছে সবচেয়ে কষ্টের মুহূর্তটা। 

একজন আমাকে বলেছিলেন, এদের খেলার সাজসরঞ্জাম দেখতে ভাল। কিন্তু খেলা একদমই ভাল নয়।একজন ক্রিকেট বিশেষজ্ঞ কথাগুলো বলেছিলেন আমাকে। এই কথাটা খুব কষ্ট দিয়েছিল। সে জন্যই গৌতম গম্ভীরকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। ভাল কিছুর আশাতেই গম্ভীরকে ফিরিয়ে এনেছি।

কোন ভাবনা থেকে গম্ভীরকে ফিরিয়ে এনেছিলেন- শাহরুখ বলেছেন, আমরা দেখেছি কী ভাবে একের পর এক ম্যাচ হেরেছি। কিন্তু হেরো তকমা লেগে যাক চাইনি। কখনও আশা ছেড়ে দিইনি। খেলার মাঠ আমাদের অনেক কিছু শেখায়। গম্ভীর মেন্টর হয়ে আসায় দলের পারফরম্যান্সের উন্নতি হওয়ায় সন্তুষ্ট শাহরুখ।

গম্ভীরের নেতৃত্বে ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। ২০২১ সালে ফাইনালে উঠলেও ট্রফি জিততে পারেন। গত দু’বছরের ফল বেশ হতাশজনক। এবার আবার ফাইনালে শাহরুখের নাইটেরা। এই সাফল্যের মধ্যেও বলিউড বাদশার মনে পড়ছে কষ্টের সেই দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App