সেঞ্চুরি করে পাপনের কাছে সাকিবের আবদার!

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৪, ০৯:০৭ এএম

ছবি: সংগৃহীত
লম্বা সময় পর সেঞ্চুরির দেখা পেলো সাকিব আল হাসান। সব ফরমেট মিলিয়ে দীর্ঘ পাঁচ বছর পর সাবেক টাইগার অধিনায়ক সেঞ্চুরি পেয়েছেন। তাই তো স্বস্তির এই ম্যাজিক ফিগারের জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে আবদার করেছেন সাকিব।
চলমান ডিপিএলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছেন সাকিব আল হাসান। আর সেখানেই গেল শুক্রবার (৩ মে) সুপার লিগের ম্যাচে পেয়েছেন সেঞ্চুরি। এটাই ডিপিএল ইতিহাসে সাকিবের প্রথম শতক।
এর পর শুক্রবার রুবেল হোসেনের মোটরসাইকেল শো-রুম উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়েছিল বিসিবি সভাপতি সেঞ্চুরির জন্য অভিনন্দন জানিয়েছেন কি না। জবাবে সাকিব বলেন, ‘পাপন ভাই আমাকে অভিনন্দন জানাননি বলে আজকে ফোন দিয়ে বলেছি, ‘‘পাপন ভাই, এতদিন পরে সেঞ্চুরি করলাম কী দেবেন?’’ জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম।’
একইদিন রাজধানীর একটি হোটেলে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পাপন। তিনি বলেন, ‘সাকিব তো লিগে সেঞ্চুরি করল এতদিন পরে। এটা তো দারুণ ইঙ্গিত দেয়। আজকে সকালে আমাকে কল দিয়ে সাকিব বলে আমি কেন তাকে অভিনন্দন জানাইনি।’