মোস্তাফিজের ২ উইকেট, বড় জয়ে শীর্ষ তিনে ফিরল চেন্নাই

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৩০ এএম

ছবি: সংগৃহীত
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে আগের ম্যাচে শেষ ওভারে ১৭ রান ডিফেন্ড করতে গিয়ে ৩ বলেই ১৯ রান দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। সেই বেদনা ভুলে রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ভালোভাবেই ঘুরে দাঁড়ালেন মোস্তাফিজ।
ঘুরে দাঁড়াল তাঁর দল চেন্নাই সুপার কিংসও। ঘরের মাঠ এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে হায়দরাবাদকে ৭৮ রানে হারাল চেন্নাই। বড় জয়ে আবারো পয়েন্ট তালিকার শীর্ষ তিনে উঠেছে এল আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।
মোস্তাফিজ আজ ২.৫ ওভার বল করে দিয়েছেন ১৯ রান, ইকোনমি রেট ৬.৭০। এবারের আইপিএলে বোলারদের ওপর দিয়ে যেভাবে ঝড় বইয়ে যাচ্ছে, সে হিসেবে এই বোলিং ফিগারকে ‘কিপটে’ই বলতে হচ্ছে।
নিজের তৃতীয় আর ইনিংসের ১৯তম ওভারে ২ উইকেট নিয়ে বাংলাদেশি পেসারই চেন্নাইয়ের জয় নিশ্চিত করেছেন।
এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের ৯৮ ও ড্যারিল মিচেলের ফিফটিতে ৩ উইকেট হারিয়ে ২১২ রান করেছিল চেন্নাই।