সীতাকুণ্ডে দুর্ঘটনায় বিপিএলের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৩ পিএম

ছবি: ভোরের কাগজ
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় বিপিএলের চট্টগ্রাম চ্যালেণ্জার্সের টিম বাস । বিপিএলের ঢাকা পর্ব শেষে চট্টগ্রামে নিজ মাঠে খেলতে পথে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। এতে বাসটির সামনের দরজা সহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মহাসড়কের সীতাকুণ্ড অংশে উপজেলার ছোট কুমিরা মছজিদ্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে ওই বাসটিতে দলের কোনো খেলোয়াড় বা কর্মকর্তা ছিলেন না।
বারআউলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ছোট কুমিরা এলাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একটি বাসের সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি লরীকে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ ও দরজা ক্ষতিগ্রস্ত হয়। খেলোয়াড় না থাকলেও বাসটিতে খেলোয়াড়দের সরঞ্জাম ছিলো।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কোন হতাহত হয়নি। দুর্ঘটনায় এক ঘন্টা পরে বাসটি তারা চট্টগ্রামে নিয়ে গেছেন ।