বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজের সূচি প্রকাশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০২ এএম

বছরজুড়ে বেশ ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশের। দম ফেলার ফুরসত নেই সাকিব-লিটনদের। বিপিএল শেষ হতেই শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হবে শ্রীলঙ্কার। শুক্রবার (২ ফেব্রুয়ারি) যার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
মার্চে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও সমান তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। সঙ্গে থাকছে দুই ম্যাচের টেস্ট সিরিজও। বাঘ-সিংহের এই লড়াই শুরু হবে ৪ মার্চ। মাসব্যাপী চলা এই সিরিজ শেষ হবে ৩ এপ্রিল।
সিরিজ খেলতে ১ মার্চ ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর সেখান থেকে তারা সরাসরি যাত্রা করবে সিলেটের উদ্দেশে। সেখানে দুই টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডে খেলবে লঙ্কানরা। এরপর চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা।
আবার সিলেটে ফিরে প্রথম টেস্ট খেলে ফিরবে চট্টগ্রামে। সেখানেই গড়াবে সিরিজের শেষ টেস্ট। দুই টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাভূক্ত।
টি-টোয়েন্টি সিরিজের সূচি
- ১ম টি–টোয়েন্টি : - ৪ মার্চ -সন্ধ্যা ৬টা সিলেট
- ২য় টি–টোয়েন্টি : -৬ মার্চ -সন্ধ্যা ৬টা সিলেট
- ৩য় টি–টোয়েন্টি : -৯ মার্চ -বিকেল ৩টা সিলেট
ওয়ানডে সিরিজের সূচি
- ১ম ওয়ানডে : ১৩ মার্চ -বেলা ২–৩০ মিনিট - চট্টগ্রাম
- ২য় ওয়ানডে : ১৫ মার্চ -বেলা ২–৩০ মিনিট -চট্টগ্রাম
- ৩য় ওয়ানডে : ১৮ মার্চ -সকাল ১০টা -চট্টগ্রাম
টেস্ট সিরিজের সূচি
- ১ম টেস্ট : ২২–২৬ মার্চ - সকাল ১০টা -সিলেট
- ২য় টেস্ট : ৩০ মার্চ–৩ এপ্রিল -সকাল ১০টা -চট্টগ্রাম।