নিজ গ্রামে স্টেডিয়াম উদ্বোধন করলেন সাদিও মানে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৪:০৪ পিএম

সেনেগাল সুপারস্টার সাদিও মানে এবার নিজের গ্রামে একটি ফুটবল স্টেডিয়ামের উদ্বোধন করেছেন। সম্পূর্ণ নিজের অর্থায়নে এ স্টেডিয়ামটি তৈরি করেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার সকালে স্টেডিয়ামটির উদ্বোধন করেন তিনি।
২০২২ সালে সাদিও মানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ছবিতে দেখা যায়, সাদিও সেনেগালে তার নিজ গ্রামের একটি সম্পূর্ণ কর্দমাক্ত মাঠে স্থানীয় বন্ধুদের সাথে ফুটবল খেলছেন। এবার ১ বছর ৬ মাস পরে সেই একই জায়গায় আনুষ্ঠানিকভাবে গ্রামের জন্য নিজের অর্থায়নে বাম্বালি স্টেডিয়ামের উদ্বোধন করলেন।
সাবেক লিভারপুল তারকা এখন খেলছেন সৌদি আরবের আল-নাসের ক্লাবে। আবারো তিনি নিজের গ্রামের মানুষের পাশে দাঁড়ালেন এবং নিজের করা অঙ্গীকার পূরণ করলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনেগাল ফুটবলের অনেক দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন। তার তেরঙ্গার এ সিংহকে সমর্থন ও অভিনন্দন জানাতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে সাদিও মানে তার নিজের গ্রামে একটি হাসপাতাল তৈরি করেছিলেন, যেটি তার মানবতার একটি উজ্জ্বল নিদর্শন।
সাদিও মানে বর্তমানে আসন্ন ‘আফ্রিকা কাপ অফ নেশনস’ এ সেনেগালকে নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আগামী ১৩ জানুয়ারি আইভরি কোস্টে শুরু হতে চলেছে ‘আফ্রিকা কাপ অফ নেশনস’।