প্রথম টেস্ট হারায় রোহিতের উপর চটেছেন গাভাস্কার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৯:২৩ এএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে পরাজিত হয়েছে ভারত। এর পরপরই বিশেষজ্ঞদের অনেকে আঙুল তুলেছেন দলের প্রস্তুতির ঘাটতি নিয়ে। দক্ষিণ আফিকায় প্রস্তুতি ম্যাচ না খেলায় এমন বিপর্যয় বলে মন্তব্য করেছেন সুনীল গাভাস্কার। এ জন্য তিনি ক্যাপ্টেন রোহিতের উপর চটেছেন।
অবশ্য ম্যাচ হারার পর নিজের মত একটি ব্যাখ্যাও দিয়েছেন এ কাপ্তান। তিনি প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষকে বেশ অবহেলাই করেছেন। আর এ কারণেই ভারত প্রস্তুতি ম্যাচ খেলেনি বলে জানা গেছে।
আর এ নিয়ে গাভাস্কার বলেছেন, ‘আমি বুঝতে পারছি না রোহিত কেন এমন একটি কথা বলতে পারল। প্রস্তুতি ম্যাচে যারা খেলে তাদের বেশির ভাগই ওই দেশের এ দলের ক্রিকেটার, তারাও জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকে। এই ধরনের ম্যাচে তারা চেষ্টা করে নির্বাচকদের নজর কাড়ার। সুতরাং তাদেরকে হালকাভাবে নেয়ার কোন কারণ নেই। সেটা রোহিত কেন বুঝছে না জানি না। এই সিদ্ধান্ত নিয়ে ও দলেরই ক্ষতি করছে।’
সেঞ্চুরিয়নে
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট হারার পর ৩ জানুয়ারি
থেকে কেপ টাউনে শুরু দ্বিতীয় টেস্ট। এই টেস্ট জিতলে
সিরিজ ড্র হবে ভারতের। না হলে আবারও
দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সিরিজ হেরে খালি হাতে ফিরতে হবে রোহিতদের।