×

খেলা

মিসবাহর আচরণে বিরক্ত ইনজামাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২০, ০৪:৪৩ পিএম

মিসবাহর আচরণে বিরক্ত ইনজামাম

মিসবাহ উল হক ও ইনজামাম-উল-হক/ফাইল ছবি।

   

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের সময় ড্রেসিংরুমে বসে মাথায় হাত দিয়ে পাকিস্তানের কোচ মিসবাহ উল হক যে আচারণ প্রকাশ করেছেন সেটিকে দলের জন্য ক্ষতিকর বলে মনে করেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।

ইনজামাম মনে করেন, কোচের এমন অভিব্যক্তি দলের ওপর চাপ তৈরি করে। খেলোয়াড়েরা ম্যাচ চলার সময়ই এসব দেখে প্রেরণা হারিয়ে ফেলেন। তাঁদের আত্মবিশ্বাসে ঘাটতি দেখা দেয়, ‘ইংল্যান্ডের ইনিংসের পঞ্চম ওভারে টেলিভিশন ক্যামেরা দেখাল মিসবাহ মাথায় হাত দিয়ে বসে আছে। সে হতাশ। ব্যাপারটা এমন যে খুব বাজে কিছু ঘটে গেছে। এসব অভিব্যক্তি কিন্তু খেলোয়াড়দের ভুল বার্তা দেয়। ম্যাচের মধ্যে যদি কোচ এমন অঙ্গভঙ্গি করতে থাকে, তাহলে খেলোয়াড়েরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তান। যদিও প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৯৫ রান তোলার পর হারটা যে এত সহজে হবে, সেটা হয়তো বুঝতে পারেনি পাকিস্তান দল। ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো, টম ব্যান্টনের দুর্ধর্ষ শুরুর ওপর দাঁড়িয়ে ডেভিড মালান আর অধিনায়ক এউইন মরগান ইংল্যান্ডের জয়টাকে ত্বরান্বিত করেছেন।

নিজের ইউটিউব চ্যানেলে ম্যাচ নিয়ে কথা বলতে এসে সাবেক এ অধিনায়ক মিসবাহর এমন আচরণের সঙ্গে মিল খুঁজে পান সাবেক কোচ মিকি আর্থারের, মিকি আর্থারও ঠিক এমন আচরণ করত। আমি অনেক সময় খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জেনেছি আর্থারের ওই সব আচরণ নিয়ে তাঁরা খুবই বিরক্ত ছিল। আমাকে বলেছিল আর্থারের ওই সব অভিব্যক্তির কারণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তাঁরা।

স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার রবার্ট কি-ও মিসবাহ’র অভিব্যক্তি নিয়ে কথা বলেছেন। তিনিও এ আচরণের সঙ্গে আর্থারের আচরণের মিল খুঁজে পেয়েছেন, ‘মিসবাহকে খুব হতাশ মনে হচ্ছে। তাঁকে দেখে ঠিক আর্থারের মতো লাগছে। মিসবাহ যখন অধিনায়ক ছিলেন, তখন আর্থারও ড্রেসিং রুমে বসে ঠিক এমনই করত।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App