দুই মিনিটের আগেই শেষ তিনটি বক্সিং ম্যাচ!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২০, ০৫:৩৩ পিএম

প্রতিপক্ষকে মাত্র ৩২ সেকেন্ডে হারিয়ে দেন জুলিয়া আভিলা।
ইউএফসি বক্সিংয়ে গত শনিবার রাতে সৃষ্টি হয়েছে নতুন এক ইতিহাস। আর তা হলো মাত্র ২ মিনিটের আগেই শেষ হয়ে গেছে দিনের প্রথম তিনটি বক্সিং ম্যাচ। ভাবছেন এটি কি করে সম্ভব। আসলেই তাই শনিবার (১৩ জুন) রাতে লাস ভেগাসে পুরুষদের ম্যাচে বক্সিং রিংয়ে নামেন ক্রিশ্চিয়ান আগুয়েলেরা ও অ্যান্থনি আইভি। আর ওই ম্যাচটিতে অ্যান্থনি ভাইভিকে মাত্র ৫৯ সেকেন্ডে হারিয়ে দেন ক্রিশ্চিয়ান আহুয়েলেরা। এই অল্প সময়ের মধ্যেই আইভিকে ঘুষি মেরে ফেলে দেন ক্রিশ্চিয়ান।
এরপর পুরুষদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামেন টাইসন নাম ও জারুখ আদাসেভ। আর এই ম্যাচটিতে মাত্র ৩২ সেকেন্ডের মাথায় জারুখ আদাসেভকে হারিয়ে দেন টাইসন নাম। আর এর মাধ্যমে ইউএফসিতে নিজের প্রথম জয়ের দেখা পান টাইসন।
ভাবছেন মাত্র ৩২ সেকেন্ডেই ম্যাচ জয়। এতো বড্ড অসম্ভবরকম কারবার। তবে এরচেয়েও বড় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন নারী বক্সার জুলিয়া আভিলা। তিনি গত শনিবার রাতে তার প্রতিপক্ষ জিনা মাজানিকে মাত্র ২২ সেকেন্ডের মধ্যে হারিয়ে দিয়েছেন।
সবমিলিয়ে তিনটি ম্যাচ শেষ হতে লেগেছে ১১৪ সেকেন্ড। ঘড়ির কাটার হিসাবে ২ মিনিট পূর্ণ হতে প্রয়োজন ছিল আরো ৬ সেকেন্ড। তবে সেটি আর প্রয়োজন হয়নি। দুই মিনিটের আগেই শেষ হয়ে গেছে ৩টি বক্সিং ম্যাচ।