ধোনিকে নিয়ে গান গাইবেন ব্রাভো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২০, ১২:০৭ পিএম

ডোয়াইন ব্রাভো ও মহেন্দ্র সিং ধোনি। ছবি: ইন্টারনেট
শুধু ক্রিকেটই খেলেন না ডোয়াইন ব্রাভো। ভালো গানও গাইতে জানেন। ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের গান বেশ সাড়াও ফেলেছে। কিছু দিন আগে করোনাভাইরাস যুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করতে গান গেয়েছিলেন ‘আমরা হাল ছাড়ছি না, করোনা হারবেই’ এই শিরোনামে।
লকডাউনে ঘরে বসে এবার আরো একটি গান গাইতে চলেছেন জনপ্রিয় ‘চ্যাম্পিয়ন’ গানের গায়ক ডিজে ব্রাভো। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ‘নাম্বার সেভেন’ শিরোনামে নতুন একটি গান লিখতে যাচ্ছেন এ ক্রিকেট সুপারস্টার। গানে ধোনির ক্রিকেট ক্যারিয়ার, তার অর্জন এবং তার প্রতি ভক্ত-সমর্থকদের ভালোবাসা উঠে আসবে।
বলিউড অভিনেত্রী সানি লিওনের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে নতুন এই কাজের কথা জানান ডোয়াইন ব্রাভো।