×

খেলা

ধোনিকে দলে নেয়ায় কষ্ট পেয়েছিলেন দিনেশ কার্তিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৬:০৯ পিএম

ধোনিকে দলে নেয়ায় কষ্ট পেয়েছিলেন দিনেশ কার্তিক
   
২০০৮ সালে শুরু হয় ভারতের জমজমাট ক্রিকেট প্রতিযোগিতা আইপিএল। প্রথম আসরে তৎকালীন ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। আর ধোনিকে চেন্নাই কিনে নেয়ায় কষ্ট পেয়েছিলেন বলে জানিয়েছেন বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দিনেশ কার্তিক। ক্রিকবাজের একটি অনুষ্ঠানে এই কথা জানান তিনি। কার্তিক জানান তার কষ্ট পাওয়ার কারণটা ছিল তিনি চেন্নাইয়ের ঘর তামিল নাড়ুর খেলোয়াড় ছিলেন। তার বিশ্বাস ছিল তিনি তামিল নাড়ুর সবচেয়ে পরিচিত ও ভালো খেলোয়াড়। তাই তাকে সবার প্রথমে দলে নেবে চেন্নাই। কিন্তু সেটি আর হয়নি। যা তাকে বেশ পীড়া দিয়েছিল। কার্তিক এব্যপারে বলেন, ‘২০০৮ সালে যখন নিলাম হচ্ছিল তখন আমি অস্ট্রেলিয়ায় ছিলাম। আমি নিলাম দেখছিলাম। আমার বিশ্বাস ছিল চেন্নাই আমাকে দলে নিবে কারণ তামিল নাড়ুর সবচেয়ে ভালো খেলোয়াড় ছিলাম আমি। আমি এতোটাই আত্ববিশ্বাসী ছিলাম যে আমার মাথায় ছিল শুধু যে তারা আমাকে অধিনায়ক বানাবে না কি বানাবে না। কিন্তু সবার আগে তারা কিনে নেয় ধোনীকে। আমি মনে করেছিলাম পরবর্তীতে হয়তো আমাকে ডাকবে। কিন্তু তাও হয়নি। ব্যপারটি মনে হচ্ছিল যেন আমার বুকে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছিল।’ দিনেশ কার্তিক আইপিএলে এখন পর্যন্ত ৬টি আলাদা দলের হয়ে খেলেছেন। কিন্তু চেন্নাই তাকে এখনো ডাকেনি। কার্তিক জানিয়েছেন গত ১৩ বছর ধরে তিনি চেন্নাইয়ের কাছ থেকে ডাকের অপেক্ষায় রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App