নেপালের হয়ে প্রথম স্বর্নপদক অর্জন মান্দেকাজী শ্রেষ্ঠ’র

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯, ১২:৪৮ পিএম

নেপালের হয়ে প্রথম স্বর্নপদক অর্জন করেছেন মান্দেকাজী শ্রেষ্ঠ। সিনিয়র পুরুষদের ব্যক্তিগত কাটাতে তিনি এ স্বর্ন পদক অর্জন করেন। গেমসের গ্রুপ কাটা ইভেন্টে নেপালের হয়ে দ্বিতীয় স্বর্ণপদক জিতেছে সংগীতা মল্লা, নির্মলা তামাং ও সারু কারকি।
সোমবার (২ ডিসেম্বর) ১৩ তম দক্ষিণ এশিয়ান গেমসে নেপাল প্রথম স্বর্ণপদক অর্জন করেছে। মান্দেকাজী শ্রেষ্ঠ পাকিস্তানি খেলোয়াড় নিয়ামাতুলিয়াহর ২৪.৯২ এর বিপক্ষে ২৫.৭২ পেয়ে এ পদক জিতে নেন।
একইভাবে, গ্রুপ কাটা ইভেন্টে দ্বিতীয় স্বর্ণপদক জিতেছেন সংগীতা মল্লা, নির্মলা তামাং এবং সরু কারকি। তারা পাকিস্তানের ২৩.৩ এর বিপরীতে ২৪.৪৪ পয়েন্ট করে এ পদক জিতে নেন। পোখরায় অনুষ্ঠিত অন্য একটি ইভেন্টে, সোনি গুরুং মহিলাদের ট্রায়াথলনে স্বর্ণপদক অর্জন করেছেন।
এদিকে দিনের শুরুতে, সিনিয়র মহিলাদের ব্যক্তিগত কারাতে কাটার ফাইনালে পাকিস্তানের শাহিডার কাছে হেরে চঞ্চলা দানুয়ার রৌপ্যপদক অর্জন করেছেন।