সেরেনার স্বপ্ন ভেঙে শ্রেষ্ঠত্বের মুকুট জিতলেন বিয়ানকা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৪ এএম

শিরোপা হাতে বিয়ানকা আন্দ্রেয়েস্কো
ইউএস ওপেনের আগের আসরের ফাইনালে জাপানের নাওমি ওসাকার বিপক্ষে হেরেছিলেন আমেরিকান টেনিসার সেরেনা উইলিয়ামস। ২৩ বারের গ্র্যান্ড স্লামজয়ী টেনিস কন্যার সামনে এবার সেই আক্ষেপ ঘুচানোর সুযোগ ছিল। কিন্তু টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে হারলেন তিনি।
নিউইয়র্কে শনিবার রাতে ইউএস ওপেনের নারী এককের ফাইনালে কানাডিয়ান টেনিসার বিয়ানকা আন্দ্রেয়েস্কোর বিপক্ষে ৬-৩, ৭-৫ সেটে হারেন সেরেনা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের কোনো আসরের ফাইনালে উঠেই শ্রেষ্ঠত্বের মুকুট জয় করলেন বিয়ানকা।
এ ছাড়া গত এক যুগে প্রথম কোনো টিনএজার হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের কৃতিত্ব দেখালেন ১৯ বছর বয়সী এই কানাডিয়ান টেনিসার।
এর আগে ২০০৬ সালে শেষবার টিনএজার হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের কৃতিত্ব দেখিয়েছিলেন রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা।