এবার কোমর বেঁধে নামছে বিসিবি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০১৯, ০১:২৬ পিএম

মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন শেষে প্যাভিলিয়নে ফেরেন হাইপারফরমেন্সের (এইচপি) খেলোয়াড়রা। এদের মধ্য থেকেই বেরিয়ে আসবে ভবিষ্যতের সাকিব-তামিমরা
সদ্য সমাপ্ত দ্বাদশ বিশ^কাপ আসরে বাংলাদেশ সেমিফাইনালে খেলার স্বপ্নপূরণ করতে পারেনি। তার ওপর কয়েকদিন আগে শ্রীলঙ্কা সফরে টাইগারদের ভরাডুবি বেশ ভাবাচ্ছে বিসিবিকে। শ্রীলঙ্কা সফরের আগে মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, ২০২৩ বিশ^কাপে ভালো করতে হলে জাতীয় দলের বাইরে বয়সভিত্তিক আর হাইপারফরমেন্স (এইচপি) দলে বেশি মনোযোগ দিতে হবে। পাইপলাইন থেকে নতুন খেলোয়াড় তুলে নিয়ে আসতে হবে। এবার পাইপলাইন সমৃদ্ধ করতে বিসিবি দৃশ্যমান বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তা ছাড়া সাকিব-তামিমদের প্রধান কোচ নিয়ে ঝামেলা চলছে। এখনো টাইগারদের প্রধান কোচ নিয়োগের বিষয়টি ঝুলে আছে। তাই এসব বিষয় মাথায় রেখে এবার কোমর বেঁধে নামছে বিসিবি।
কয়েকদিন আগেই শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। এবার বাংলাদেশ সফরে আসছে লঙ্কানরা। তবে জাতীয় দল নয়, বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কার ইমার্জিং ক্রিকেট দল। তিন সপ্তাহের সফরে আগামী ১৬ আগস্ট বাংলাদেশে পৌঁছাবেন লঙ্কানরা। এই সফরে বাংলাদেশ হাইপারফরমেন্স (এইচপি) দলের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি চার দিনের ম্যাচ খেলবে লঙ্কানদের ইমার্জিং দল। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৯ আগস্ট। খেলাটি হবে সাভারের বিকেএসপিতে।
একদিন পর ২১ আগস্ট হবে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচটিও হবে একই ভেন্যুতে। আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে আগামী ২৪ আগস্ট। এই ম্যাচের ভেন্যু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে খুলনাতেই হবে প্রথম ৪ দিনের ম্যাচটি। এই ম্যাচটি শুরু হবে ২৭ আগস্ট থেকে। এরপর ৩ সেপ্টেম্বর থেকে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় ৪ দিনের ম্যাচ। শ্রীলঙ্কার ইমার্জিং ক্রিকেট দলের খেলোয়াড়রা বাংলাদেশ ছাড়বেন আগামী ৭ সেপ্টেম্বর।
আইসিসির নতুন ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) শুরু হয়েছে। এফটিপির নতুন (২০১৯-২৩) সূচিতে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যস্ততা শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকেই। সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। এরপর ১ সপ্তাহের বিশ্রাম শেষে বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফরে ২টি টেস্ট এবং ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। অক্টোবরে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তাই ঈদুল আজহার পর বেশ ব্যস্ত থাকবে বাংলাদেশ ক্রিকেট দল। এককথায় বলা যায়, বিশ্রামের ফুরসত নেই সাকিব-মুশফিকদের।
তাই বরখাস্ত হওয়া কোচ স্টিভ রোডসের মতো অনভিজ্ঞ কাউকে আগামীতে দায়িত্ব দিতে চায় না বোর্ড। কোচের বিষয়ে সিইও নিজামউদ্দিন বলেছেন, ভারতের কোচ হয়ার দৌড়ে আছেন অনেকে। ভারত কোচ নিয়োগ দেয়ার পর আমরা জোরেশোরে নামব। অনেকের সঙ্গেই কথাবার্তা হয়ে আছে। আমরা পূর্ণ সময়ের জন্য কোচ চাই, যার আন্তর্জাতিক পরিচিতিও রয়েছে।
অন্যদিকে পাইপলাইন থেকে খেলোয়াড় তুলে আনার ব্যাপারে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিসিবি। ২০১৯ বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় বিসিবি এবার একটু বেশি মনোযোগ দিচ্ছে পাইপলাইনে। সেটির অংশ হিসেবে কদিন আগে একসঙ্গে বিসিবির চারটি দল ব্যস্ত ছিল। এর মধ্যে জাতীয় দল তো আছেই। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ‘এ’, ভারতে বিসিবি একাদশ, ইংল্যান্ড সফরে অনূর্ধ্ব-১৯ দল, আর দক্ষিণ আফ্রিকায় গেছে বাংলাদেশ ইমার্জিং নারী দল। বিসিবি সভাপতি নাজমুল হাসান তখন বলছিলেন, একসঙ্গে আমাদের এতগুলো দল আগে কখনো খেলেনি।
এ ছাড়া এখন খেলা না থাকলেও এইচপির কার্যক্রম থেমে নেই। শুরু হয়েছে অনুশীলন। কয়েকদিন পর বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কান ইমার্জিং দল। বিসিবি এইচপি দলের বিপক্ষে ১৯, ২১, ২৪ আগস্ট তিনটি এক দিনের ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ইমার্জিং টিম। এ সময় ১৫ জন পেসারকে নিয়ে আরেকটি কার্যক্রম শুরু করবে বিসিবি।