তুরুপের তাস মালিঙ্গা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০১৯, ০২:২৬ পিএম

বয়স ৩৫ বছর। তাকে মানা হয় সময়ের সেরা পেসারদের একজন। বিশেষ করে তার ইয়র্কারগুলো দারুণ বিপজ্জনক প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের কাছে। বলছি শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্কার কথা। অনিশ্চিয়তা থাকলেও শেষ পর্যন্ত লঙ্কানদের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন এই ডানহাতি পেসার। আর মালিঙ্গাকেই বিশ্বকাপে লঙ্কানদের তুরুপের তাস মনে করছেন দেশটির সাবেক পেসার চামিন্দা ভাস। এমনকি মালিঙ্গা শ্রীলঙ্কা দলের কেন্দ্রীয় ভ‚মিকা পালন করবেন বলেও বিশ্বাস সাবেক এই লঙ্কান পেসারের।
২০১৭ সালে শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্ব নেয়া চামিন্দা ভাস বলেন, সন্দেহাতীতভাবেই মালিঙ্কা বিশে্বর সেরা পেসারদের একজন। একই সঙ্গে শ্রীলঙ্কারও সেরা। বোলিংয়ে সে আমাদের দলের সবচেয়ে বড় ভরসা। অভিজ্ঞতায় সে সবার চেয়ে এগিয়ে। তাই আমি বলব, দ্বাদশ বিশ্বকাপে শ্রীলঙ্কার সাফল্য অনেকটাই নির্ভর করছে মালিঙ্গার ওপর। চামিন্দা ভাস আরো বলেন, দলের জন্য সে শতভাগ দিয়েছে। সেটা আমরা দেখেছিও। চলতি আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলার পরদিনই সে শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে অংশ নিয়েছে, যা তার পেশাদারিত্বের প্রমাণ।