ফুটবলের সঙ্গে ঢাকা ব্যাংক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৮, ০২:০৮ পিএম

আগামী ৬ বছরের জন্য মেয়েদের ফুটবলের পৃষ্ঠপোষক হয়েছে ঢাকা ব্যাংক। এই চুক্তির অধীনে মেয়েদের বিভিন্ন বয়সভিত্তিক দলসহ জাতীয় দলের দেখভালের সব দায়িত্ব নিয়েছে ঢাকা ব্যাংক। মেয়েদের ফুটবলে অংশীদার হতে পেরে ঢাকা ব্যাংকের কর্মকর্তারাও বেশ আনন্দিত। ঢাকা ব্যাংকের চেয়ারম্যান রেশাদুর রহমান বলেন, খেলাধুলার কোনো বিকল্প নেই। মেয়েরা ভালো খেলছে এবং সাফল্য পাচ্ছে। আমরা এখানে আসতে পেরে খুশি।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বেশ উচ্ছ¡সিত। মেয়েদের ফুটবলের উন্নয়নে কাজ করা বাফুফের একার পক্ষে সম্ভব না। কারণ তাদের শিক্ষা, খাবার, প্রশিক্ষণ ও চিকিৎসার জন্য সহযোগিতা দরকার। এটা তো দেশের দল। ঢাকা ব্যাংক মেয়েদের সহযোগিতায় এগিয়ে এসেছে। আমি আশা করছি ব্যাংক যেই উদ্দেশ্য নিয়ে এসেছে মেয়েরা অবশ্যই তা পূরণ করতে পারবে।