মরিনহোর অহঙ্কার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩৮ পিএম

সময়টা মোটেই ভালো যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। চলতি মৌসুমে রেড ডেভিলসরা পয়েন্ট টেবিলের দশ নম্বরে রয়েছে। নিজেদের খেলা চারটি ম্যাচের মধ্য দুটিতে হার এবং দুটিতে জয় পেয়েছে তারা।
তবুও দলটির কোচ হোসে মরিনহোর এতটুকুও সচেতনতা বাড়েনি। বরং নিজেকে নিয়ে এখনো অহংকারই করে যাচ্ছেন তিনি। তবে অহংকার করলেও সেটা কিছুটা মজা করেই করেছেন। দলটির এমন খারাপ পরিস্থিতিতে ৫৫ বছর বয়সী এ পর্তুগিজ কোচ বলেন, আমাকে কেউই ম্যানচেস্টারের কোচের পদ থেকে সরাতে পারবে না। বরং আমি এ ক্লাবটির সঙ্গেই থাকছি। অনেকেই মনে করে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে আমি বিপদের মধ্য আছি। ম্যানইউ যদি আমাকে যেতে দেয় তবে ফের আমাকে পেতে তাদের কত খরচ করতে হবে সে বিষয়ে কি কারো ধারণা আছে?