না ফেরার দেশে বিসিবি পরিচালক সিনহা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ১০:৩৮ এএম

দেশের বরেণ্য ক্রীড়া সংগঠক, বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল রাতে চেন্নাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত কয়েক বছর সিঙ্গাপুর ও থাইল্যান্ডে তিনি চিকিৎসাধীন ছিলেন। আফজালুর রহমান লিভার ও কিডনি সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে চেন্নাই নেওয়া হয়। বুধবার বিকাল থেকেই তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে লাইফ সাপোর্টে রাখা হয়। ডাক্তাররা পরে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৮ বছর। বিসিবি থেকে জানা যায়, বৃহস্পতিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে সিনহার মরদেহ ঢাকায় আনা হবে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আফজালুর রহমান ছিলেন পরিচিত মুখ। ঢাকা আবাহনীর পরিচালক ছিলেন তিনি। ফুটবল, ক্রিকেট, হকির এই ক্লাবের সাফল্যের পেছনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।