আইপিএলের পর এবার টি-টেন চালু করতে চায় ভারত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম

জয় শাহ
ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা আকাশচুম্বী। আইপিএলের সাফল্যের পর আরও একটি নতুন প্রতিযোগিতার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেয়া হলেও ধারনা করা হচ্ছে ২০২৪ সাল থেকে শুরু হতে পারে নতুন এই টুর্নামেন্টটি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি বিষয়টি এখনও একেবারে প্রাথমিক পরিকল্পনার স্তরে রয়েছে।
বিসিসিআই এবারে ক্রিকেটের আধুনিকতম সংস্করণ টি-টেন আয়োজনের চিন্তা করছে। খবর এনডিটিভির।
দেশটির গণমাধ্যমের দাবি, আগামী বছর থেকেই শুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন টি-টেন প্রতিযোগিতার আয়োজন করতে পারে। বিসিসিআই সচিব জয় শাহ এই টুর্নামেন্টের রূপরেখা তৈরি করছেন বলে জানা গেছে। আইপিএলের অর্থনৈতিক সাফল্যই তাদেরকে নতুন প্রতিযোগিতা আয়োজন আগ্রহী করে তুলেছে।
তবে বিসিসিআই চাইলেই নতুন টি-টেন প্রতিযোগিতা শুরু করতে পারবে না। এর জন্য আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্মতি নিতে হবে তাদের। নিয়ম অনুযায়ী, বিসিসিআই ফ্রাঞ্চাইজিভিত্তিক কোনো প্রতিযোগিতা শুরু করতে চাইলে আগে ফ্যাঞ্চাইজিগুলো অনাপত্তি নিতে হবে। ফ্র্যাঞ্চাইজিগুলোর স্বার্থ সুরক্ষিত রাখতেই এমন নিয়ম।
অনেকদিন থেকেই আইপিএলে বিনিয়োগ করতে চাইছে সৌদি আরব। নতুন টি-টেন প্রতিযোগিতাতেও বিদেশি বিনিয়োগ আসতে পারে বলে মনে করছেন বোর্ড কর্তারা।
কিন্তু কীভাবে এ প্রতিযোগিতা হবে, কারা খেলবেন, অতিরিক্ত ক্রিকেটের চাপ কীভাবে সামাল দেওয়া যাবে, বিদেশি ক্রিকেট বোর্ডগুলো দুবার খেলোয়াড়দের ছাড়তে রাজি হবে কি না এমন নানা প্রশ্ন রয়েছে।