৫ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ২৪৪

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭ এএম

প্রস্তুতি ম্যাচে দলীয় ২৪৪ রানে ৫ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছে কিউইরা। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারত পোপলি ও সন্দীপ প্যাটেল।
দুজনের জুটি শতরান ছাড়িয়েছে। বাংলাদেশের হয়ে উইকেটের চেষ্টায় মুস্তাফিজুর রহমান, রাকিবুল হাসানরা হন্য হলেও দুজনের জুটি ভাঙতে ব্যর্থ হয়েছেন।
বাংলাদেশের লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী সূচনা করে নিউজিল্যান্ড একাদশ। ৪ ওভারে ২৬ রান তুলে নেয় কিউইরা। চতুর্থ ওভারের শেষ বলে অবশ্য উইকেট নেয় বাংলাদেশ।
নিজের দ্বিতীয় ওভারে জ্যাকব কামিংকে ফেরান হাসান মাহমুদ। হাসানের বলে মিস করে উইকেটরক্ষক লিটনের তালুবন্দি হন কামিং। আউট হয়ে ফেরার আগে করেন ১৮ বলে ২২ রান। নিজের পরের ওভারে আরো এক উইকেটের দেখা পান হাসান।
আরেক ওপেনার জ্যাকব ভুলা আফিফের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। শট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরার আগে এ কিউই ওপেনার করেন ১২ বলে ৮ রান। ৩২ রান তুলতে উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ।
ইনিংসের ১৪তম ওভারে নিজেদের তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড একাদশ। তানজিম হাসান সাকিবের গুড লেংথের ডেলিভারি কুইন সুন্দির ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক লিটনের মুঠোবন্দী হয়। ৩২ বলে ২৩ রান করে ফেরেন সুন্দি। অধিনায়ক ভারত পোপলির সঙ্গে তার জুটি ছিল ৩৯ রানের।
সুন্দি ফেরার পর চটজলদি ফিরে যান জামাল টড। আফিফ হোসেনকে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন এই ব্যাটার। ২৪৪ রানে ৫ উইকেট হারিয়েছে কিউইরা।