রিঙ্কুর লড়াইও বাঁচাতে পারেনি ভারতকে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৮ এএম

ছবি: সংগৃহীত
ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও থাবা বসিয়েছে বৃষ্টি।
সূর্যকুমার যাদবরা ১৯ ওভার ৩ বল খেলে ৭ উইকেটে করে ১৮০ রান। এরপরই হানা দেয় বৃষ্টি। বৃষ্টি আইনে কমে যায় ম্যাচের ওভার সংখ্যা। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৫২ রান। ১৩ ওভার ৫ বল খেলে ৫ উইকেটে ১৫৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা।
প্রথমে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। শুরুতেই তুলে নেন যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলের উইকেট। ভারতের ২ ওপেনারই সাজঘরে ফেরেন গোল্ডেন ডাক উপহার দিয়ে।
যশস্বীক আউট হয়েছেন মার্ক জনসনের বলে আর শুভমন উইকেট নিয়েছেন লিজাড উইলিয়ামস। ৬ রানে ২ উইকেট হারিয়ে ম্যাচের শুরুতেই পিছিয়ে যায় ভারত। সেই চাপ আরও বৃদ্ধি পায় ৩ নম্বরে নামা তিলক ভার্মাও দ্রুত আউট হওয়ায়। ৪টি চার এবং ১টি ছয়ের মাধ্যমে তিলক করেন ২০ বলে ২৯ রান।
৫৫ রানে ৩ উইকেট হারালেও সূর্যকুমার এবং রিঙ্কু সিংহের ব্যাট কিছুটা ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত রিঙ্কু অপরাজিত ছিলেন ৩৯ বলে ৬৮ রানে। ৯ চার এবং ২ ছয়ে সাজানো ছিল তার ইনিংসটি।
জবাবে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ওপেনার ম্যাথু ব্রিটজ (১৬) দ্রুত আউট হলেও ওভার প্রতি ১০ রানের বেশি তাড়া করতে নেমে প্রত্যাশিত মেজাজে ব্যাট করেছেন অন্য ওপেনার রেজা হেনড্রিকস এবং অধিনায়ক মার্করাম। ভারতীয় বোলারদের ব্যর্থতায় কারণে সূর্যকুমার এবং রিঙ্কুর লড়াই কোন কাজে আসেনি। ৪টি চার এবং ১টি ছয়ে ১৭ বলে ৩০ রান করে মার্করাম মুকেশের বলে আউট হওয়ার আগে ৭ ওভার ৫ বলে ৯৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। হেনরিকস করেন ২৭ বলে ৪৯ রান।
পরে দক্ষিণ আফ্রিকার হাল ধরেন ট্রিস্টান স্টাবস এবং ডেভিড মিলার। কিন্তু জয়ের ১৩ রান আগে মুকেশের বলে আউট হন মিলার। ১ চার এবং ১ ছয়ের সাহায্যে ১২ বলে করেন ১৭ রান।
তবে শেষ পর্যন্ত স্টাবস ১৪ এবং আন্দিলে ১০ রানে অপরাজিত ছিলেন। ৭ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় পায় দক্ষিণ আফিকা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তারা।