কিউইদের বিপক্ষে টাইগারদের ২৪৫ রানের মামুলি সংগ্রহ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০৬:২৫ পিএম

ছবি: ইন্টারনেট

ওয়ানডে বিশ্বকাপে চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে আজ শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৬ রানের জুটি গড়ে তোলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ছবি: ইন্টারনেট
ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে শুক্রবার (১৩ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৪৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের পর সাকিব-মুশফিকের ৯৬ রানের জুটিতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রানের সম্মানজনক স্কোর দাঁড় করায় টাইগাররা।
কিউইদের হয়ে লকি ফার্গুসেন সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন। জয়ের জন্য কেন উইলিয়ামসনদের প্রয়োজন ২৪৬ রান। মাহমুদউল্লাহ ৪৯ বলে ৪১ রানে অপরাজিত থাকেন।
চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টাইগাররা। ইনিংসের প্রথম বলেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আগের ম্যাচে ৬৬ বলে ৭৬ রান করা টাইগার সহ অধিনায়ক লিটন কুমার দাস।
লিটনের বিদায়ের পর তিনে নামা মেহেদি মিরাজকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন তরুন তানজিদ হাসান তামিম। ট্রেন্ট বোল্টকে ডাউন দ্য গ্রাউন্ডে লং অফে একটি চারও মারেন তিনি। কিন্তু ৭.৬ বলে লকি ফার্গুসনের বলে ফ্লিক করতে গিয়ে কনওয়ের হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। ১৭ বলে ১৬ রান করা তামিমের সবগুলো রানই আসে বাউন্ডারি থেকে।
এরপর দলীয় ৫৬ রানের মাথায় পরপর দুই ওভারে ফিরে যান মিরাজ ও শান্তুও। লকি ফার্গসনের বলে হেনরির হাতে ক্যাচ দেয়ার আগে করেন ৪ চারে ৩০ রান। শান্ত ৭ রান করে ফেরেন গ্লেন ফিলিপসের বলে।
৫৬ রানে চার উইকেপ হারিয়ে বিপদে পড়া টাইগারদের খাদের কিনারা থেকে টেনে তুলেন সাকিব-মুশফিক জুটি। তাদের ৯৬ রানের পার্টনারশিপ ভাঙ্গেন ফার্গুসনই। লাথামের হাতে ক্যাচ দেয়ার আগে ৫১ বলে সাকিব ৩ চার ও ২ ছয়ে করেন ৪০ রান।
এরপর দলীয় ১৭৫ রানে ফিরে যান মুশফিকও। ৭৫ বলে ৬ চার ও ২ ছয়ে মুশফিক করেন ৬৬ রান। বোল্টের বলে ক্যাচ দিয়ে হৃদয় ফেরেন ১৩ রান করে। দুটি ছয় হাঁকিয়ে ১৯ বলে ১৭ রান করে তাসকিন। শেষ দিকে মাহমুদুল্লাহর ইনিংসে ভর করে ২৪৫ রান তোলে টাইগাররা।