×

খেলা

নারী খেলোয়াড়কে চুমু দিয়ে ক্ষমা চাইলেন ফুটবলপ্রধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ১০:৫২ এএম

নারী খেলোয়াড়কে চুমু দিয়ে ক্ষমা চাইলেন ফুটবলপ্রধান
নারী খেলোয়াড়কে চুমু দিয়ে ক্ষমা চাইলেন ফুটবলপ্রধান
   
নারী বিশ্বকাপের ফাইনালে প্রথমবার উঠেই শিরোপা জয় করে স্পেন দল। জার্মানির পর দ্বিতীয় দল হিসেবে ছেলে, মেয়ে উভয় বিভাগে বিশ্বকাপ জিতেছে দেশটি। এমন উচ্ছ্বসিত মুহূর্তেও সমালোচনার জন্ম দিয়েছেন স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। পুরস্কার বিতরণী মঞ্চে পদক নিতে আসা স্প্যানিশ মিডফিল্ডার হেনিফার হেরমোসোককে ঠোটে চুমু দিয়ে রীতিমতো ভাইরাল হয়েছেন তিনি। বিশ্বকাপ ফাইনালের পুরস্কারমঞ্চে ছিলেন-ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি ও স্পেনের রানি লিতিজিয়া। এক এক করে খেলোয়াড়রা যখন মঞ্চে উঠে পদক নিয়ে যাচ্ছিলেন, প্রায় সবাই উপস্থিত অতিথিদের সঙ্গে আলিঙ্গন করেছেন। তবে হেরমোসো আসার পর রুবিয়ালেসের আচরণ সবার নজরেই পড়েছে। তবে তার আচরণকে স্বাভাবিকভাবেই নিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার। তিনি বলেন, ‘বিশ্বকাপ জয়ের অপরিসীম আনন্দের কারণে এটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত পারস্পরিক অঙ্গভঙ্গি। প্রেসিডেন্ট এবং আমার মধ্যে ভালো সম্পর্ক আছে। আমাদের সবার প্রতিই তার আচরণ অনুকরণীয় এবং এটি ছিল স্নেহ ও কৃতজ্ঞতার স্বাভাবিক প্রকাশ।’ মঞ্চে আসা অন্যদের তুলনায় হারমোসোকে দীর্ঘ সময় আলিঙ্গন করেন রুবিয়ালেস। দুই হাতে জড়িয়ে উঁচুতেও তুলে ধরেন। একে অপরের সঙ্গে কথাও বলেন। একপর্যায়ে হেরমোসোর ঠোঁটে চুমু খান আরএফইএফপ্রধান। এই ঘটনা সম্পর্কেও জিজ্ঞাসা করা হয় হেরমোসোকে। এর জবাবে তিনি বলেন, ‘আমার এটা ভালো লাগেনি।’ টুইটারে স্প্যানিশ সাংবাদিক ইরাতি ভিদার শেয়ার করা একটি ইনস্টাগ্রাম ভিডিওতে দেখা যায়, হেরমোসোকে একজন জিজ্ঞাসা করেন, ‘আপনি তখন কী করছিলেন?’ জবাবে ৩৩ বছর বয়সি এই মিডফিল্ডার বলেন, ‘আমার কী করার ছিল?’ এ বিষয়ে রেডিও মার্কা রুবিয়ালেসকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘হেনির সঙ্গে চুমু? সবখানেই ইডিয়ট আছে। যখন দুজন মানুষের কোনো গুরুত্ব ছাড়াই স্নেহপূর্ণ মুহূর্ত থাকে, তখন আমরা নির্বোধদের কথায় কান দিতে পারি না। আমরা চ্যাম্পিয়ন, আমি এটা নিয়েই আছি।’ এদিকে, সোমবার আরএফইএফের দেয়া ভিডিও বিবৃতিতে বিতর্কিত ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন ৪৫ বছর বয়সী রুবিয়ালেস। তিনি বলেন, অবশ্যই আমি ভুল ছিলাম, আমাকে তা স্বীকার করতে হবে...আমাকে ক্ষমা চাইতে হবে, এ থেকে শিক্ষা নিতে হবে। আমাকে বুঝতে হবে, যখন সভাপতির মতো দায়িত্বে থাকবেন, আরও সতর্ক হতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App