সম্ভাব্য ওয়ানডে অধিনায়কের তালিকায় যারা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০৭:২১ পিএম

ওয়ানডে দলের নতুন অধিনায়ক ঠিক করতে বুধবার (৯ আগস্ট) জরুরি বৈঠকে বসেছিল বিসিবি। আজকের সভাতেও সে সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ ত্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক কে হবেন সেটার দায়িত্ব নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের জানিয়েছেন, আগামী দুুই থেকে তিনদিনের মধ্যে জানানো হবে ওয়ানডে দলের নতুন অধিনায়কের নাম।
এদিন সম্ভাব্য অধিনায়কের সংক্ষিপ্ত তালিকায় কারা আছেন তা জানিয়েছেন জালাল ইউনুস।
এ প্রসঙ্গে জালাল বলেন, 'আজ থেকেই বোর্ড সভাপতি আলোচনা করবেন সম্ভাব্য যারা রয়েছেন। সম্ভাব্য তালিকায়-সাকিব, লিটন এবং মিরাজের নাম রয়েছে।
এদিকে, তামিমের স্থলাভিষিক্ত হবার দৌঁড়ে সবচেয়ে এগিয়ে টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, অধিনায়ক হিসেবে এই অলরাউন্ডারকে নির্বাচন করা সহজ ব্যপার।
অধিনায়কের হবার দৌঁড়ে নাম আছে গেল বছর ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয়ে দলকে নেতৃত্ব দেয়া লিটন দাসেরও। তামিমের ডেপুটি হিসেবে ছিলেন লিটন।
শেষ মূর্হুতে অধিনায়কের হবার তালিকায় নাম উঠে এসেছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজেরও। তবে দীর্ঘ মেয়াদে অধিনায়ক নিয়োগে আগ্রহী বিসিবি।
এর আগে দু’বার ওয়ানডে দলের নেতৃত্বে ছিলেন সাকিব। ২০০৯ থেকে ২০১১ এবং ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ৫০টি ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিয়ে ২৩টিতে জয় পান সাকিব। জয়ের দিক দিয়ে বাংলাদেশের পক্ষে তৃতীয়স্থানে আছেন তিনি। সর্বোচ্চ ৫০ জয়ে শীর্ষে মাশরাফি বিন মর্তুজা। ২৯ জয় নিয়ে তৃতীয়স্থানে আছেন হাবিবুল বাশার।
৩৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১১টিতে জয় আছে অভিজ্ঞ মুশফিকুর রহিমের। কিন্তু আবারও দলের ভার নিতে রাজি নন তিনি।
এ অবস্থায়, অধিনায়ক হবার ক্ষেত্রে স্বাভাবিক পছন্দ হওয়া উচিত লিটন। কিন্তু বোর্ড যেহেতু দীর্ঘমেয়াদে চাইছে, সেক্ষেত্রে তার হবার সম্ভাবনা ক্ষীণ।
তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেয়ার দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘যদি এটি শুধুমাত্র একটি সিরিজের বিষয় হতো, তাহলে আমরা সহ-অধিনায়ককে দায়িত্ব দিতে পারতাম। কিন্তু আমরা দীর্ঘমেয়াদী সমাধান চাই। এজন্য আমাদের আলোচনার প্রয়োজন।’