দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ১১:০৬ পিএম

দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। হারুন রশীদ গত মাসে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করার পর থেকে পদটি শূন্য ছিল।
গত সপ্তাহেই চার বছর পর পাকিস্তান ক্রিকেটে ফেরেন ইনজামাম। মিসবাহ-উল-হকের নেতৃত্বে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেট টেকনিক্যাল কমিটির তিন সদস্যের কমিটিতে রাখা হয় তাকে। সপ্তাহ না ঘুরতেই পেলেন অন্য দায়িত্ব।
ধারণা করা হচ্ছে, দল নির্বাচনে সুবিধার জন্য ইনজামাম তার নিজের একটি দল গঠন করতে পারেন। তবে আনুষ্ঠানিকভাবে একাধিক সদস্যের নির্বাচক প্যানেলের নিয়োগের সম্ভাবনা কম। আপাতত প্রধান কোচ ও টিম ডিরেক্টরের সঙ্গে আলোচনার পর স্কোয়াড ঘোষণা করা হবে।
২০১৬ সালের এপ্রিলে প্রথমবারের মতো পাকিস্তানের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইনজামাম। তার সময়ে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল দলটি। ওই দফায় ইনজামামের চুক্তির মেয়াদ ছিল ২০১৯ সালের ৩১ জুলাই পর্যন্ত। এরপর আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেন তিনি।
এই দফায় ইনজামামের কাজ শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণার মধ্য দিয়ে। আগামী ২২ অগাস্ট শুরু হবে সাদা বলের সিরিজটি। আগামী বৃহস্পতিবার আফগানিস্তান সিরিজ ও আসছে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করবেন ইনজামাম।