সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে জিতল গল টাইটান্স

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩, ১১:০৬ এএম

ছবি: সংগৃহীত
ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এখন গোটা বিশ্বে আলো ছড়াচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি খেলা শেষে এবার তার গন্তব্য শ্রীলংকা। নিজের প্রথম ম্যাচে গল টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে অবদান রাখেন দলের জয়ে।
আসরের দ্বিতীয় ম্যাচও ব্যাটে-বলে সমান উজ্জ্বল সাকিব প্রতিপক্ষ বি লাভ ক্যান্ডিকে হারিয়েছেন ৮৩ রানের বিশাল ব্যবধানে।
লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) আসরের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে আগে ব্যাটিং করে দাসুন শানাকার দল। নির্ধারিত ২০ ওভারে সাকিব ও সেইফার্টের বিধ্বংসী ইনিংসে ৫ উইকেট হারিয়ে টাইটান্সের সংগ্রহ ১৮০ রান।
জবাবে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ৯৭ রানে অলআউট হয় ক্যান্ডি। এদিন দলের হয়ে ব্যাট হাতে সাকিব করেন ২১ বলে ৩০ রান এবং বল হাতে ১০ রান দিয়ে ৩ ওভারে নিয়েছেন ২ উইকেট।
এদিন ব্যাটিংয়ে গল টাইটান্স যখন ৬০ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখনই ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান। টিম সাইফার্টের সঙ্গে গড়েন ৫২ বলে ৯৫ রানের দুর্দান্ত এক জুটি।
তবে রানআউটের ফাঁদে পড়ে ফেরার আগে ২ ছক্কায় সাকিব করেন ২১ বলে ৩০ রান। কিউই ব্যাটার সাইফার্ট করেন ৩৯ বলে ১৮৯.৭৪ স্ট্রাইক রেটে ৭৪ রান। শেষ পর্যন্ত গল থামে ১৮০ রানে।
অন্যদিকে বল হাতেও সফল ছিলেন বাংলাদেশের অধিনায়ক। ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে তুলে নেন ২ উইকেট।
এর মধ্যে গুরুত্বপূর্ণ আসিফ আলির উইকেটও তুলে নেন টাইগার অধিনায়ক। বি-লাভ ক্যান্ডির ইনিংস থামে ১০০ রানের আগে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন বান্দারা।