বিকেলে ফ্রান্সের মুখোমুখি হবে ব্রাজিল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ১২:০২ পিএম

ছবি: সংগৃহীত
নারী ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল।
শনিবার (২৯ জুলাই) অস্ট্রেলিয়ার সানকর্প স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। এর আগে, নিজেদের প্রথম ম্যাচে পানামার বিপক্ষে জয় পেয়েছিল ব্রাজিলের মেয়েরা।
এবারের নারী ফুটবল বিশ্বকাপ ২০ জুলাই থেকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে শুরু হয়েছে।
বিশ্বকাপে ব্রাজিল পুরুষ দল পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও নারী বিশ্বকাপের শিরোপা এখন পর্যন্ত একবারও নিজেদের করে নিতে পারেনি ব্রাজিল। এবার সেই দুঃখ ঘোচাতে বদ্ধপরিকর তারা।
এবারের বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘এফ’ গ্রুপে যেখানে বাকি তিনটি দল হলো ফ্রান্স, জ্যামাইকা এবং পানামা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৪-০ গোলে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করে সেলেসাও নারীরা।
নারীদের ফিফা র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে রয়েছে ফ্রান্স, অন্যদিকে ব্রাজিলের অবস্থান ৮ নম্বরে। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।