মন খারাপ, সাংবাদিকদের জানালেন পাপন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৩, ১২:০০ এএম

ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপন। হতাশায় বিমর্ষ এই প্রধানকে সাংবাদিকরা প্রশ্ন করলেন- দুই দলের পারফরম্যান্সে মন খারাপ? জবাবে তিনি বললেন, ‘শুধু আমারই নয়, সারা দেশের মানুষেরই মন খারাপ। মন তো খারাপ হবেই, এটা সবারই। সারা দেশের মানুষেরই মন খারাপ। তবে মেয়েদের খেলায় আমি একেবারে হতাশ নই।
রবিবার (৯ জুলাই) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম নারী টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি।
আগের দিন আফগানিস্তানের বিপক্ষে পুরুষ দলের সিরিজ হারের বেদনা। এর আগে তামিম ইকবালের অবসর নিয়ে তাকে বেশ ঝামেলাই পোহাতে হয়েছে। এরপর রোববার বাংলাদেশ নারী দল ভারতের কাছে হেরেছে বড় ব্যবধানে। যেই ম্যাচ দেখতে মিরপুরে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।