ক্রিকেট কার্নিভালে প্রথম জয় পেল খুলনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০১৮, ০১:১২ পিএম

কনুইয়ের চোটের কারণে ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভালে খুলনা মাস্টার্সের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি হাবিবুল বাশার সুমন। তার অনুপস্থিতি ভালোভাবেই টের পেয়েছিল খুলনা। দুই ম্যাচের দুটিতেই হার।
তৃতীয় ম্যাচে হালকা চোট নিয়েও হাবিবুল ফিরলেন মাঠে। জয়-ভাগ্য নিয়েই ফিরেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তার ফেরার দিনে খুলনা মাস্টার্স নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে।
শুক্রবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা বৃষ্টি আইনে ১২ রানে হারিয়েছে সিলেটে মাস্টার্সকে। দারুণ জয়ে খুলনা ফাইনালের আশা বাঁচিয়ে রাখল। শেষ ম্যাচে জয় পেলে তারা ফাইনালে যেতেও পারে। তবে সিলেটের সেই সম্ভাবনা নেই। বৃষ্টিবিঘ্নিত ম্যাচের সঙ্গে তারা হারিয়েছে ফাইনালে যাওয়ার সুযোগও।
সিলেটের আমন্ত্রণে প্রথমে ব্যাটিংয়ে নামে খুলনা। ১ উইকেট হারিয়ে ৪.২ ওভারে ৩২ রান জমা করে হাবিবুল বাশারের দল। এরপর শুরু হয় বৃষ্টি। কালো মেঘে ঢাকা পড়ে স্টেডিয়াম। এক ঘন্টা পর খেলা শুরু হলে ৩.৪ ওভার খেলার সুযোগ পায় তারা। সব মিলিয়ে ৭ ওভার বা ৪৬ বল (মাস্টার্স ওভারসহ) খেলার সুযোগ পায় খুলনা।
স্কোরবোর্ডে এ সময়ে ৪ উইকেট হারিয়ে তারা তোলে ৬১ রান। সর্বোচ্চ ২৩ রান করেন নিয়াজ মোর্শেদ পল্টু। ২০ বলে ৩ বাউন্ডারিতে সাজান ইনিংসটি। এ ছাড়া ১২ করে রান করেন জামাল উদ্দিন এবং হাসানুজ্জামান ঝরু। ম্যাচে খেললেও ব্যাটিংয়ের সুযোগ পাননি হাবিবুল। বল হাতে ২টি উইকেট নেন হাসিবুল হোসনে শান্ত। ১ উইকেট পান সাইফুল ইসলাম।
জবাবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে সিলেট ৭ ওভার বা ৪৬ বলে ৭১ রানের লক্ষ্য পায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৫৮ রানের বেশি করতে পারেনি হাসিবুল হোসেন শান্তর দল। এ রান করতে ৩ উইকেট হারায় তারা। সর্বোচ্চ ২২ রান করে অপরাজিত থাকেন তৌহিদ হোসেন। এ ছাড়া ১৬ রান করেন হান্নান সরকার।
বল হাতে ১৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন ফরিদ উদ্দিন মাসুদ।
শেষ ম্যাচে হাবিবুল বাশারদের প্রতিপক্ষ চট্টগ্রাম মাস্টার্স। শেষ ম্যাচে তারা জয় পেয়ে ফাইনালে যেতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়।