সাকিবের অনুপস্থিতিতে লিটনই অধিনায়ক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৩, ১২:০০ এএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি: সংগৃহীত
চলতি বছরের জুনে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান। ডান হাতের আঙুলের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ। আর তাই এই সিরিজে দলকে নেতৃত্ব দিবে কে, তা নিয়ে আলোচনার পাশাপাশি চলছে জল্পনা-কল্পনা। এর মধ্যেই আফগানিস্তানের বিপক্ষে কে অধিনায়ক হবে তা নিয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
শুক্রবার (২৬ মে) গণমাধ্যমকে পাপন বলেন, সাকিব ইনজুরিতে থাকাতে সহ-অধিনায়ক যে আছে, সে-ই অধিনায়ক হবে। মানে লিটন দাস সহ-অধিনায়ক আমি তো তাই জানি। অন্যকিছু এখনো শুনিনি, না শুনলে কীভাবে বলবো।
আফগানিস্তান সিরিজেই বিশ্বকাপের ধারণা পাওয়া যাবে বলে মনে করেন বিসিবি প্রধান। তিনি বলেন, আমার ধারণা আফগানিস্তান সিরিজে আরও অনেক কিছু জানতে পারবো। বুঝবো যে আচ্ছা ঠিক আছে, একটা স্কোয়াড তো আমাদের আছে। অতিরিক্ত কাউকে যদি ওরা দেখতে চায় তাহলে ভিন্ন কথা। প্রতিপক্ষের শক্তি বা দুর্বলতা দেখে কাউকে নিতে পারে। বেসিক্যালি দল একই রকম থাকবে।