×

খেলা

সৌদির ক্লাবে চুক্তি নিয়ে কী বললেন মেসির বাবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ০৩:৫০ এএম

সৌদির ক্লাবে চুক্তি নিয়ে কী বললেন মেসির বাবা

ছবি: এএফপি

   

পিএসজি অধ্যায় শেষের পথে লিওনেল মেসির। জুনে চুক্তি শেষে ফের অন্য কোনো ঠিকানায় দেখা মিলবে এ মহাতারকার।

কিন্তু কোথায় যাবেন মেসি, এমন প্রশ্ন যখন সমর্থকদের মনে তখনই গুঞ্জন রটলো সৌদি আরবের আরেক ক্লাবে যাচ্ছেন তিনি।খবর এএফপির।

বার্তা সংস্থা এএফপি দাবি করছে, সৌদি ক্লাবে বড় অঙ্কের চুক্তি সেরে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আগামী মৌসুমে বিশ্বকাপ জয়ীর খেলার নিশ্চয়তাও দিচ্ছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এই সূত্র বলেছেন, ‘মেসি চুক্তি সেরে ফেলেছেন। আগামী মৌসুমে সৌদি আরবেই তিনি খেলবেন।’

বিশ্বজুড়ে যখন মেসির সৌদি যাওয়া নিয়ে হইচই চলছে, তখন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি স্পষ্টতই বলছেন, এএফপির প্রতিবেদনটি ভুল। একই সঙ্গে এও জানান, পিএসজির সঙ্গে নতুন করে কোনো চুক্তি করেনি।

হোর্হে মেসি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান। খবর মুন্দো ডেপোর্টিভো ও ফোর্বস।

হোর্হে মেসি তার স্ট্যাটাসে লেখেন, ‌আগামী মৌসুম জন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তিতে সম্মতি দেয়নি। লিওনেল মেসি চলতি মৌসুমে পিএসজির সঙ্গে চুক্তি শেষ না হওয়ার আগ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিবে না। মৌসুম শেষ হওয়ার পর আমরা সমস্ত বিষয় বিবেচনা করে এবং বিশ্লেষন করে তারপরে সিদ্ধান্ত নিবো।

‘লিওনেল মেসিকে নিয়ে সবসময়ই গুজব ছড়ানো হয়, তবে সত্যটি কেবল একটিই এবং আমরা নিশ্চিত করতে পারি যে কারও সঙ্গে কোনো চুক্তি হয়নি।’ যুক্ত করেন মেসির বাবা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App